মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

KRISHNA CHANDRA GHOSH, ০৪ নভেম্বর, ২০২৩
চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অসুবিধা কোথায়?
Tanvir Ahamed, ০৪ নভেম্বর, ২০২৩
মাননীয় প্রধানমন্ত্রী জননেএীর এই কথায় কি সাধারন মানুষকে খুশি করা যাবে? তার অর্জন আকাশচুম্বী!,যথাযথ জবাব দিহিতা ও সিন্টিকেটের বিরুদ্ধে নির্দয় ব্যবস্হা না নেবার কারণে বাজার নিয়ন্ত্রণের বাহিরে গেছে, গণমাধ্যমে দেখা গেছে শ্রীলংকা যেখানে তারা দেউলিয়া হয়ে গেছে বলা যায়, তারপরেও সেখানে বিভিন্ন নিত্যকার পন্যের দাম অনেক কম মানুষের বোকা কান্না, বাজারে গিয়ে চোখ মুছতে মুছতে বাসায় যেতে হয়, বৌ বাচ্ছার সামনে নিজকে খুব অসহায় মনে হয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা রাত যেন ঝলসানো রুটি, প্রধানমন্ত্রী নিরালস পরিশ্রম গুটি কয়েক মন্ত্রীর জন্য সাধারনত মানুষের কাছে সুফলের সুঘ্রাণ গন্ধে পরিনত হচ্ছে একাধিকবার প্রবীণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজ্ম্মেল মহোদয় বলেছেন যে বাণিজ্যমন্ত্রী নিজেই একজন ব্যবসায়ী, (অথার্ৎ সে নিজেই সিন্টিকেটের সাথে সংশ্লিষ্ট) এরপরেও যদি এভাবে বাজার লাগামহীন ঘোড়ার মতো চলতে থাকে তাহলে বিশাল জনগোষ্ঠীর বোবা কান্নার নোনা জলে উন্নয়নের ঢেউ তার লক্ষ্যচ্যুত হতে পারে। এ দিকে সুনজর রাখতে উর্ধতন মহলের সুদৃষ্টি আর্কষণ করছি। নোমান হোসেন (একজন সাধারন রোজকারের নাগরিক) পিরোজপুর