সরকার শিক্ষকদের পিছনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছেন। অথচ শিক্ষকরা নিজেদের শিক্ষকতা জীবনে অনেক অনেক প্রশিক্ষণ নিয়েও তা শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারছে না কিংবা নিজের দৃষ্টিভংগি পরিবর্তন না করার কারণে প্রয়োগ করছে না। তাই শিক্ষা নিয়ে যারা মাট পর্যায়ে কাজ করে যাচ্ছে তারাও নামেমাত্র মনিটরিং করলেও তারা ঠিকমত বাস্তবে কোন কাজ করছে না। এখানে একটা কথা অবশ্য বলা দরকার যে, শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার জন্য ঢাকা কিংবা জেলা পর্যায়ে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তারা বাস্তবে প্রশিক্ষকের যোগ্য নয়। বরং তারা শিক্ষা অফিসের কর্মকর্তাদের ও প্রতিষ্ঠান প্রধানকে ম্যানেজ করে তথা আঁতাত করে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য যায়।
Md.Akramul Hoque, ১১ নভেম্বর, ২০২৩
আপনার সাথে সহমত পোষন করতেছি।অপরিনত একটা শিক্ষা ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাচ্ছেআমরা মুক্তি চাই।