বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর যে অবস্থা তাতে বে- সরকারি সব স্কুল - কলেজের সব পদের নিয়োগ সরকারি ভাবে দেয়া উচিত। তাতে প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী সবারই জন্য অত্যান্ত ফলপ্রসূ হবে এবং হবেই। ধন্যবাদ।
Md Aminul Islam, ১৫ নভেম্বর, ২০২৩
যতো তাড়াতাড়ি প্রধান শিক্ষক / প্রিন্সিপাল সরকারি ভাবে নিয়োগের ব্যাবস্থা করা যায় ততই প্রতিষ্ঠান গুলোর জন্য অতি মংগল হয়।যে যাই বলুক না কেন বিশেষ করে একেবারে অদক্ষ প্রধান শিক্ষক / প্রিন্সিপাল নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে। বাকি শিক্ষা প্রতিষ্ঠান গুলো বাঁচাতে এটাই একমাত্র পথ। ধন্যবাদ "দৈনিক শিক্ষা পত্রিকা"কে।