অতিসত্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল পদে নিয়োগ সরকারি ব্যবস্থাপনায় নেয়া উচিত। এ সংক্রান্ত সভা পূর্বেও হয়েছে। কিন্তু তেমন কোনো অগ্রগতি হয়নি। তাই সম্ভব হলে আগামী মঙ্গলবারের সভায় এই সকল নিয়োগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
Md Aminul Islam, ১৬ নভেম্বর, ২০২৩
বে- সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত করতে চাইলে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুন্দর করতে চাইলে কোনো প্রকার অযুহাত না শুনে প্রতিষ্ঠানের সব নিয়োগ সরকারের নিয়ে নেয়া উচিত। এবং খুব তাড়াতাড়ি। এখন যেভাবে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে তাতে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। তাই আইনের অযুহাত দিয়ে কালক্ষেপণ করা মারাত্মক ভূল হচ্ছে।
মহিউদ্দিন আহমেদ, ১৬ নভেম্বর, ২০২৩
ফলাফল অশ্বডিম্ব। এগুলো খেল তামাশা। শিক্ষকদের সাথে প্রতারণা। অপদার্থের দল যতসব!
MD.Jaber Ali, ১৬ নভেম্বর, ২০২৩
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট কর্মকর্তা স্যারদের বিনীত আবেদন বেসরকারি হাইস্কুলের প্রধান সহকারী প্রধানদের নিয়োগ সরকারিভাবে দেওয়া হোক সেখানে প্রিলিমিনারি লিখিত ভাইবা ডেমো ক্লাসের ব্যবস্থা রাখা হোক কারণ প্রতিষ্ঠান প্রধান অথর্ব গর্ধব স্থানীয় প্রভাবশালী অপেশাদার হলে সেখানে শিক্ষার আর কিছু থাকে না।
Tabiatkowser, ১৫ নভেম্বর, ২০২৩
এনটিআরসিএ আইনে অধ্যক্ষ-প্রধান-সহকারী প্রধান নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করার আগে পর্যন্ত আগের মতোই কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগ দিতে হবে বলে যে কেউ কেউ মত দিয়েছেন তা একেবারে ভিত্তিহীন। এ ধরনের চিন্তাধারা যতদিন থাকবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নৈরাজ্য, চলতে থাকবে। তাই অচিরেই এসব নিয়োগ বিধি সরকারের নিকট চলে যাওয়া একান্ত প্রয়োজন।