মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৬ নভেম্বর, ২০২৩
কোচিং বাণিজ্য এখন মহামারিতে পরিণত হয়েছে। যেহেতু একই শিক্ষক স্কুলে পড়ান, আবার কোচিংও করান, তাই কোচিংয়ে না গেলে স্কুলে নানাভাবে হেয় করা হয়, নম্বর কম দেয়া হয়। এখন প্রশ্ন হলো এরা কি দেশের সরকারের চেয়েও বড়? এদের জন্য কি দেশের কোন আইন কানুন নেই? যতসব আইন কানুন কি বেসরকারি শিক্ষকদের জন্য? দেশের শিক্ষা ব্যবস্থায় দুই নীতি হবে কেন? এইসব শয়তান শিক্ষক নামের কুলাংগারদের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা দিনের পর দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাদেরকে ছাড় দিলে বর্তমান কারিকুলাম ঠিকবেতো দূরের কথা বরং শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। প্রয়োজনে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করার মত আইন করা হোক।