শিক্ষকরা যেহেতু নিরীহ প্রাণী। বনের অসহায় প্রাণীর মত চোখ বোঝে সহ্য করে যায়। তারা কোন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে পারে না। তারা অল্প টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এজন্য গার্মেন্টস কর্মীদের চেয়েও শিক্ষকদের অধিকার সম্মান অনেক পিছিয়ে। তাই শিক্ষকদের শুভ বুদ্ধির উদয় হোক।
Md.Nur Momin, ০৬ ডিসেম্বর, ২০২৩
বর্তমান শিক্ষাক্রমে, শিক্ষার্থীদের কাগজ দিয়ে নৌকা, সিঁড়ি,বাক্স, উড়োজাহাজ, ফুল ইত্যাদি তৈরি করা শেখানো হচ্ছে। ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির যুগে,তা কতটুকু যুক্তিসঙ্গত, সেটা জাতিকে অবশ্যই ভাবতে হবে। আমার মনে হচ্ছে, আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাই বলতে হচ্ছে, জাতীয় কবির সেই বেদনার কণ্ঠ,বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে,বিবি তালাকের ফতোয়া দিচ্ছি ,হাদীস কোরআন চষে।