মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মহঃ আবু কায়েশ, ০৬ জানুয়ারি, ২০২৪
তিনি তো নগদ অর্থ দিয়ে ভালো কাজ ই করেছেন। গত ১৮/২০ দিন পার হয়ে গেল আজও টাকা পেলাম না। যাওয়া আসা ৫০ কিমি পথ নিজের খরচে অতিক্তম করে, দুপুরে নিজের টাকা দিয়ে খাবার কিনে খেয়ে..... বলার ভাষা নেই। ২৮ বছরের শিক্ষকতা জীবনে অনেক প্রশিক্ষন নিয়েছি। ঢাকা, ফরিদপুর, যশোর, রাজবাড়ী, বরিশাল... এমন অনেক জায়গায় প্রশিক্ষন নিয়েছি কিন্তু বাঁকীতে ট্রেনিং হয় এটা তো গত ২৮ বছরে দেখিনি।
মাষ্টার হেলাল উদ্দীন, ০৬ জানুয়ারি, ২০২৪
একইভাবে বিভিন্ন উপজেলা যেমন ফেনি সদর উপজেলা ও সোনাগাজী উপজেলা গুলোতে ও ২১৩ টাকা করে ভ্যাট বাবদ টাকা কর্তন করা হয়েছে মর্মে প্রত্যেক শিক্ষক থেকে সাক্ষর নিয়েছেন। তবে টাকা ব্যাংক হিসাবে দেবেন বলেছেন। কিন্তুু কোন শিক্ষক এখনো প্রশিক্ষণ এর টাকা পাইনি।
মাষ্টার হেলাল উদ্দীন, ০৬ জানুয়ারি, ২০২৪
টাকা কেন কাটা হলো নির্দেশনার বাহিরে আমি বুজি না
Md. Shahabul Islam, ০৬ জানুয়ারি, ২০২৪
নাটক,নাটক, শিক্ষকদের সাথে সবাই নাটক করে।এখন পর্যন্ত প্রশিক্ষণের টাকা অ্যাকাউন্টে আসে নাই।
mohammad abdus salam, ০৬ জানুয়ারি, ২০২৪
ব্যাংক হিসাবে প্রশিক্ষণের টাকা আসতে আর কত দেরী!!!! নগদই ভালো