মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৯ জানুয়ারি, ২০২৪
দ্রুত নামে বেনামে যত কোচিং ও প্রাইভেট সেন্টার আছে তা বন্ধ করাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যারা কোচিং এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
MD HAMIDUL ISLAM, ১৮ জানুয়ারি, ২০২৪
এখনো শিক্ষক মহোদয়গন নিজ নিজ প্রতিষঠানের শিক্ষার্থীদের তাদের প্রাইভেট কোচিং সেনটারে সকাল/ বিকালে শিক্ষামনত্রনালয়ের নির্দেশ অমান্য করে পড়িয়ে চলেছেন। বিদ্যালয় কর্তপক্ষ জানে কিনতু ব্যাবস্থা নেয় না। অথচ এবার ৮ম ও ৯ ম শ্রেনির নতুন কারিকুলাম ট্রেনিং এ শিক্ষকদের Forwarding এ বলা হয়েছে , আমার প্রতিষ্ঠানের কোন শিক্ষক কোচিং এর সাথে জড়িত না। সব কাগুজে নথি। বাস্তবতা ভিন্য। স্থান: ব্যাংক টাউন ( অগ্ৰণী উচচ বিদ্যালয়,), সাভার, ঢাকা।