জাতির কর্নধারেরা যতদিন শিক্ষা ও শিক্ষকের মর্যাদা না বুঝবে ততদিন সে জাতি কখনো উন্নতি করতে পারবে না।
Reajul islam, ০১ ফেব্রুয়ারি, ২০২৪
শিক্ষাক বদলির তারিখ আরও কতো দিন পরিবর্তন করা হবে ? বদলি খুবই দরকার শিক্ষাকদের । সব চাকরির বদলি আছে। আশা করি বদলির তারিখ আর পরিবর্তন হবে না। বদলির তারিখ অনেক পরিবর্তন করা হয়েছে আর না। ২০১৯ সাল থেকে বদলি কথা শুনি
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ।
মোঃ মনিরুল ইসলাম, ৩১ জানুয়ারি, ২০২৪
শিক্ষকদের নিয়ে তামাশা শুরু করেছে।
MD JAHIRUL HOQ, ৩১ জানুয়ারি, ২০২৪
শিক্ষকদের যদি বদলি করা হয় তবে আমার মতে কর্মচারীদের ও বদলির বিষয়টি শিক্ষামন্ত্রী , শিক্ষা সচিবকে ভেবে দেখা উচিত। কারণ বদলি কর্মচারীদের ও নাগরিক অধিকার। বদলি যদি হয় তবে শিক্ষক কর্মচারীদের একসাথে হলে ভালো হবে। শুধু শিক্ষককে বদলি করলে আর কর্মচারীদের এর আওতায় না আনলে আমার মনে হয় এত বৈষম্য সৃষ্টি হবে।
Reajul islam, ৩১ জানুয়ারি, ২০২৪
আর কত দিন শিক্ষাকদের মনের দাবি বদলি বন্ধ থাকবে ? শিক্ষাকদের বদলি করতে কি টাকা লাগবে ? ২০১৯ খ্রিষ্টাব্দ থেকেই বদলির কথা শুনি। কতিপয় কর্মকর্তার কারণে শিক্ষাকদের বদলি হয় না। নতুন শিক্ষক নিয়োগের আগে বদলি চাই। বদলি করা হলে শিক্ষাকেরা খুব খুশি হবে