মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
মন্তব্য না করার কি আছে? শিক্ষার দায়িত্বে যারা আছে তারা কি পথ নির্দেশক নাকি অন্য কিছু? যেখানে শিক্ষাক্রমের প্রশিক্ষণের উছিলা দিয়ে অনেক দূর্ণীতিপরায়ণ কর্মকর্তাবৃন্দ চল-চাতুরী করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে যা ধরা ছোয়ার বাইরে। তাদের ব্যাপারে কেউ কিছু বললে দোষ কিসের? তাহলে তো সামনে সকল অন্যায়কে নীরবে, আপোষে মাথা নুইয়ে মেনে নিতে হবে। যেখানে বাংগালী জাতির স্থপতি বঙ্গবন্ধু তিনি আজীবন দূর্ণীতির বিরুদ্ধে সোচ্ছার ছিলেন আর যুদ্ধ করে গেছেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া একজন নৈতিকতা ও মনুষ্যত্ব বোধের অন্যতম দায়িত্ব বলে মনে করি।
Mohammad Shahidul Islam, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
এ ক্ষেত্রে কোনোরূপ মন্তব্য করলে পাঠক যদি চাকরিজীবী হন তবে চাকরি হারাবেন, ব্যবসায়ী হলে ব্যবসা গুলিয়ে যাবে, সাধারণ পথচারী হলে সামনের রাস্তা বন্ধ হয়ে যাবে। সুতরাং, কিছুই বুঝি নি বাবা।