নতুন কারিকুলামে ৯৮% প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে বাধ্য হচ্ছে। প্রাইভেট না পড়লে তাদের সঠিক মুল্যায়ন করা হচ্ছেনা। শহরের প্রতিষ্ঠানগুলোতে এটা মহামারী আকার ধারণ করেছে। তাছাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে ঠিকমত ক্লাস হয়না। ফলে শিক্ষার্থীরা প্রাইভেট বা কোচিং মুখী হতে বাধ্য হচ্ছে। যদিও আইনে স্বস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো নিষিদ্ধ। কিন্তু এ আইন শুধু কাগজে আছে বাস্তবায়নে নেই।আশা করছি দৈনিক শিক্ষা এবিষয়ে অচিরেই প্রতিবেদন প্রকাশ করবে।
MD HAMIDUL ISLAM, ২৮ মার্চ, ২০২৪
এই মন্তব্যে একটি বাক্যের শেষে লেখা আছে 'বলতে পারবো ' কিন্তু এটি হবে ' বলতে পারবো না ' ।
MD HAMIDUL ISLAM, ২৮ মার্চ, ২০২৪
নতুন কারিকুলামেও নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে বাধ্য হচ্ছে। শুধু তাই নয় কয়েকজন শিক্ষকের এক একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নিকট ৩০০০-৪৫০০ টাকা দিয়ে নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট ওপেন প্রাইভেট কোচিং এ দলে দলে সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের আনাগোনা। কোচিং এ শিক্ষার্থী বৃদ্ধির জন্য সহপাঠীদের কাজে লাগানো হয়। সরকারের শুধু কাগুজে আইন আছে। কোন বাস্তবায়ন নেই। অন্য যায়গার কথা বলতে পারবো। আমি যেখানকার কথা লিখছি তাহলো সাভার ব্যাংক টাউন এর কথা।