এই সমস্যাটা অনেক প্রতিষ্ঠানেই আছে। বেতন বন্ধের ক্ষমতাটা এখন অপব্যবহার হইতেছে। কোন অন্যায় দেখলেও বেতন বন্ধের ভয়ে কোন শিক্ষক কর্মচারি প্রতিবাদ করে না। এই ক্ষমতাটা উঠিয়ে নেওয়া প্রয়োজন। জেলা প্রশাসকের অনুমুতি ছাড়া বেতন বন্ধ করা যাবে না মর্মে আইন হওয়া দরকার। তা না হলে শিক্ষক কর্মচারিরা নির্যাতনের শিকার হতেই থাকবে। রব যেন সকলকে বুঝার তওফিক দান করেন।