মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Yeakub Ali, ২২ এপ্রিল, ২০২৪
এ কেমন চাকরী!!!!!!! অফিস সহকারী কাম হিসাব সহকারী, বেতন ১৩২০১ টাকা, সারা জীবনে পদোন্নতি নাই, যে টুকু বেতন, সংসার চলেনা! বর্তমান-ই চলার মতো বেতন সরকার দিতে পারছেনা, ভবিষ্যতে পেনশন আমি কি করবো? ৯ম বেতন স্কেলও দেয়না, ২০১৫ সালের দ্রব্যমূল্য আর ২০২৪ সালের দ্রব্যমূল্য কি একই আছে? অবসর ও কল্যাণ-এর জন্য ৬% থেকে ১০% কেটে নিচ্ছে। আদালত এটাকে অন্যায় বললেও আজ অবধি কোন কিছুই হয়নি। যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কি মনে করেন? একটা নীতি মালা জারি করলেই হলো!!! কার কি অবস্থা বিবেচনা করার বিষয় কিছুই নেই? এ কেমন স্বাধীনতার চেতনা? যে সরকারি বেতনে কর্মচারীদের দিন যায় না????
Aktar Hossain Mahmud, ২২ এপ্রিল, ২০২৪
সার্বজনীন পেনশনের আওতায় সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
Aktar Hossain Mahmud, ২২ এপ্রিল, ২০২৪
সকল শিক্ষকদের এই উদ্যোগে সাড়া দেওয়া অতীব প্রয়োজন।
Aktar Hossain Mahmud, ২২ এপ্রিল, ২০২৪
আলহামদুলিল্লাহ খুবই চমৎকার উদ্যোগ প্রসংশার দাবিদার।
Md imran hosain, ২২ এপ্রিল, ২০২৪
এমপিও ভুক্তদের যে বেতন তাতে সংসার চালানোটায় দায় হয়ে দাড়িয়েছে। আবার যদি পেনশন ফি বাধ্যতামূলক করা হয় তাহলে আমাদের চাকরিটাই হয়ত ছেড়েদিতে হবে। তবে অবসর ও কল্যান ফান্ডকে পেনশনে রুপান্তর করলে এই সমস্যার সমাধান হতে পারে। অথবা আমাদের জাতীয়করণের আওতায় নেওয়াহোক।
Partha Sarathi Ray, ২১ এপ্রিল, ২০২৪
যেটা হচ্ছে তারা রীতিমত অন্যায়! ডিডিটি এমন নির্দেশনা দিতে পারেন না। আগে এমপিও শিক্ষকদের খেয়ে পরে বাঁচতে দিন। তারা যা বেতন পায় তাতে বর্তমান বাজারে ১৫দিনও চলেনা। সেখানে আছে ১০% কর্তন। আবার যদি পেনশনের চাঁদা দিতে হয়ে তাহলে তা হবে মরার উপর খাঁড়ার ঘাঁ।
এনামুল হক, ২১ এপ্রিল, ২০২৪
অবসর ও কল্যানের জন্য ১০% এ ২০৪৪ টাকা কেটে নেয়। এখন যদি আবার সর্বজনীন পেনশনের জন্য ২০০০ টাকা দিতে হয়, তাহলে কয় টাকা থাকবে আমাদের। ১০% থেকে ৪% সর্বজনীন পেনশনে কেটে নেওয়া হোক আর ৬% অবসর ও কল্যানে রাখা হোক। এটা আমার মতামত। তা না হলে ৫/৬ জন সদস্য নিয়ে সংসার চালানো সম্ভব হবে না।
Tabiatkowser, ২০ এপ্রিল, ২০২৪
এমপিও শিক্ষকরাও যদি সর্বজনীন পেনশনে যুক্ত হয় তাহলে তাদের বাড়িভাড়া এক হাজার মেডিকেল পাঁচশত টাকা এবং বোনাস কেনো ২৫% হবে? আর তারা জীবিত থাকতে তাদের পেনশন পেতে কেন দিনের পর দিন টেনশন করতে হবে তা একবার ভেবে দেখেছেন কি? তাই এমপি ভুক্ত শিক্ষকদেরকে সার্বজনীন পেনশনে আওতায় আনতে হলে তাদের অচিরেই জাতীয়করণ এর আওতায় করতে হবে। অন্যতায় নয়