মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

SHAIKH HANIFUR RAHMAN, ২৯ এপ্রিল, ২০২৪
যশোরের অভয়নগরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা তো
NAIMUL HASAN, ২৯ এপ্রিল, ২০২৪
চাদপুরে বন্ধ হচ্ছে না??
SOUMEN KUMAR DEBNATH, ২৮ এপ্রিল, ২০২৪
কিছু মাস্টার আছে খালি চিঠি খোঁজে। তারা সাংবাদিক হতে না পেরে সাংবাদিকের দোষ খোঁজে। আর ইউটিউবার আর ফেসবুকে লিখে নিজেকে সাংবাদিক দাবি করে।
Tabiatkowser, ২৮ এপ্রিল, ২০২৪
বর্তমান এত তাপপ্রবাহে গ্রামে তো দূরের কথা যেখানে শহরে ঠিকমতো বিদ্যুৎ থাকছে না সেখানে গ্রামেরতো আর প্রশ্ন উঠে না। এটা একটা হাস্যকর ব্যাপার দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান শীতাতপ নিয়ন্ত্রিত এটা কি ২০২৪ সালের নতুন আমদানি ? যেখানে মফস্বল এলাকায় তো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ ঠিকমতো ১ঘন্টাও থাকে না সেখানে আবার বলা হয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে তাদের স্কুল-কলেজ-মাদ্রাসা খোলা রাখতে পারবেন বলেও জানান বর্তমান শিক্ষামন্ত্রী। মনে হয় যেন এক দেশে দুই নীতি।