মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD, ৩০ এপ্রিল, ২০২৪
মাননীয় শিক্ষামন্ত্রী , ভবিষ্যৎ নিয়ে একটু ভেবে দেখুন। আজ এ বছর আমরা যে তাপমাত্রার মধ্যে দিয়ে দিন পার করছি আগামী বছর এর চেয়ে বেশি হবে এটাই বাস্তবতা। তাই শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে কিভাবে আধুনিকায়ন ও যুগোপযোগী করা যায় সেটার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। নাহলে শিক্ষা ব্যাবস্থা ধংসের মুখোমুখি হবে। বর্তমান কারিকুলাম বাস্তবায়ন অত্যন্ত কঠিন বিশেষ করে আমাদের দেশে। কারন ধনী আর দিনমজুরের সন্তানদের এক চোখে দেখা বা ভাবা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়। আমরা এটাকে মানতে নারাজ কিন্তু এটা চরম বাস্তবতা। কারন ফেসবুকে দেখলাম এক অফিসারের ছেলে পোস্ট করেছে এসি গাড়িতে বসে Summer is my favorite season. I want to fight with this hot weather. আমি বলতে চাই বর্তমানে শান্তির কথা এবং ভবিষ্যৎ এ এগুলো থেকে মুক্তির কথা ভাবাই মনেহয় সমীচীন হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজের জায়গায় পরিবেশ বান্ধব গাছ রোপণ সাথে শ্রেনি কক্ষগুলো আধুনিকায়ন করা সামান্য সময়ের ব্যাপার মাত্র। সঠিক তদারকি না হয়ায় বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন হয় না এটা চরম সত্য। প্রতিষ্ঠান কে যদি আমরা বাড়ির মত করে তৈরি করতে পারতাম তাহলে আজ তাপদাহ থেকে বাচতে বাড়িতে থাকতে হতো না পুরো সময়।