মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০২ মে, ২০২৪
উকিল নোটিস সম্পর্কে কোনো ধারণা নেই ননএমপিও শিক্ষকদের । তাই তারা শিক্ষামন্ত্রী নিজ জ্ঞানে সরে পড়বেন বলে মন্তব্য করছেন ।
Vennabari Sammilita High School, ০২ মে, ২০২৪
ওনার পদত্যাগ করা উচিত।
MD AZHARUL ISLAM MONDAL, ০২ মে, ২০২৪
লেখকের সাথে একমত পোষন করে আমিও শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, আপনি এসি গাড়ী ছেড়ে সাধারণ মানুষের মত রিক্সা বা ভ্যানে চড়ে গ্রামাঞ্চলে এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে দেখেন আপনার অবস্থা কেমন হয় ?
মোঃ সোলায়মান হোসাইন, ০২ মে, ২০২৪
উকিল নোটিস কি জিনিস তা না জেনেই অনেকে ধন্যবাদ দিচ্ছেন। আমিও তাদের একজন ।
নূর এ আলম সিদ্দিকী, ০২ মে, ২০২৪
ধন্যবাদ আপনাকে। আমার মতে অনলাইন ক্লাস এর চেয়ে মর্নিং ক্লাস করাই ভালো। কারন অনলাইনে ক্লাস করার জন্য অন্তত একটা মোমাইল ও ডেটার প্রয়োজন। তার থেকেও বড় কথা যে আমাদের দেশের বেশির ভাগ এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক ই ঠিক মত পাওয়া যায় না। সেখানে অনলাইনে ক্লাশ করাটাই স্বপ্ন। তাই মর্নিং ক্লাশ করাটাই যুক্তিযুক্ত। আর মন্ত্রীদের পদত্যাগের চর্চা আমাদের দেশের রাজনীতিতে এখনো কল্পনা করা যায় না। উন্নত দেশের শিক্ষাব্যাবস্থার সাথে আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা এক করতে চায়। খুব হাসি পায়। অন্য দেশের শিক্ষকদের পদমর্যাদা ও বেতন সর্বোচ্চ আর আমাদের দেশের মাস্টার মশাই দের অবস্থা নুন আনতে পান্তা ফুরায় এমন। অনেক সম্মান পায় আমাদের দেশের শিক্ষকরা, অথচ বাজারে গেলে বিক্রেতারা বলে আপনাদের পক্ষে এগুলো কেনা সম্ভব না। কতটা সম্মান পেল তারা তাই না। আমাদের বর্তমানের শিক্ষা ব্যাবস্থার জন্য প্রত্যেক শিক্ষার্থীদের জন্য একটা করে পিসি অথবা ল্যাপটপ প্রয়োজন, প্রয়োজন সার্বক্ষনিক ইন্টারনেট সেবা। আমাদের দেশের কটা বিদ্যালয়ের সেই সক্ষমতা আছে। কটা পিতা মাতার আছে এসব এর ব্যয় ভার বহন করার। আমাদের এ সব ভাবা উচিত।
কামরুন্নাহার, ০২ মে, ২০২৪
শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে যেতে আগ্রহী ছিল। এখন সপ্তাহে ছয় দিন ক্লাস করতে গিয়ে তারা স্কুল ফাঁকি দিবে। শিক্ষা মন্ত্রী পারতেন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে দিতে। আমরা সাধারণ জনগণ বলে আর কি হবে, উনি তো আদালতের রায় মানতে চায়না। শিক্ষা মন্ত্রী যেরকম কথা বলে সেভাবে শিক্ষা ব্যাবস্থা চললে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে শিক্ষা হবে আনন্দের।চাপ সৃষ্টি করে ভালো শিক্ষা পাওয়া যাবে না।
Tabiatkowser, ০২ মে, ২০২৪
হয়তো এই শিক্ষামন্ত্রী দেশের মানুষের, শিক্ষার্থীদের ও শিক্ষকদের কাছে আস্থা আর ফিরিয়ে আনতে পারবে না। কারণ তিনি দায়িত্ব পাওয়ার শুরুতেই হোচট খেয়েছেন। উল্লেখ্য বর্তমান শিক্ষমন্ত্রীর সম্মানিত পিতা একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা ছিলেন। তিনি আওয়ামীগের একজন নেতা হলেও সকল দলের লোকের কাছে তিনি ছিলেন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী ওনার পিতার সেই ঐতিহ্য ও সম্মান রাখতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
MD, ০২ মে, ২০২৪
পদত্যাগ সমাধান নয় বরং আপনার কথাগুলো আমলে নিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলাই হবে বুদ্ধিমানের কাজ। কারন আগামী বছরে হয়ত এর চেয়ে বেশি দাবদাহে র মুখোমুখি হতে হবে। তাই প্লিজ গ্রামাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে নজর দিন। শ্রেনিকক্ষ গুলো আধুনিকায়ন করুন। পেটুয়া কমিটি আর প্রধান থেকে প্রতিষ্ঠানের ফান্ড কে বাচাঁন। এতে দেশ জাতি উভয় উপকৃত হবে।