মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৪ মে, ২০২৪
কেন দেশের কৃতী সন্তানেরা শিক্ষকতা পেশায় আসবে? যারা মানুষ গড়ার কারিগররা তারা তাদের মেধা শ্রম দিয়ে মানুষ গডবে আর তারা অধিকারবিহীন জীবনযাপন করবেন সেটাতো হয় না। বর্তমান শিক্ষকরা কি ধরনের বৈষম্য ও অধিকার বিহীন অবস্থায় জীবন যাপন করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কৃতি শিক্ষার্থীরা দেখতেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে আগামীতে কৃতী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না। দেখা যাবে এক সময়ে শিক্ষকতা পেশা প্রতিষ্ঠান তা গরু ছাগলের গোয়াল ঘরে পরিণত হবে। যা বর্তমানে অনেক ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার না দিলে ভবিষ্যতের দেশের কৃতি শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় এগিয়ে আসবে না