মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মো,জাহিদ হাসন, ১০ মে, ২০২৪
আমারা হতাশাগ্রস্হ হয়ে আপনাদের মাধ্যমে আমাদের দাবি সরকারের কাছে পৌঁছাতে চাই যে আমরা ৭০০ কি: মি,দূরে গ্রাম থেকে এসেছি গ্রামে ফিরে যেতে চাই, পরিবারের পাশে থেকে এত কম টাকা বেতন দিয়ে হলেও ডাল ভাত খেয়ে চলতে পারবো।আপনার আমাদের একমাত্র মাধ্যম আমাদের কে সাহায্য করুন, আমারা আর পারছি না।
Md Aktar Ali, ০৭ মে, ২০২৪
আর কেউ বদলি পাবেন আর কেউ বদলি পাবেন না এটা হতে পারে না। একই শিক্ষা প্রতিষ্ঠান , একই শিক্ষক, একই পাঠদান, প্রতিষ্ঠান একই কমিটি, একই এমপিও সীট, একই ব্যাংক, একই প্রতিষ্ঠান প্রধান, ইতালি একই হলে শিক্ষকদের বদলি ভিন্নতা কেন । তাই শিক্ষকদের হাফ বদলি দেখতে চাই না।
Md Asraful islam, ০৬ মে, ২০২৪
,, যেকোন মুল্যে বদলি চালু করা উচিত | সেটা সবার জন্য হোক | আমাদের এক দাবি বদলি চাই বদলি চাই |
Mahmud, Dhaka, ০৬ মে, ২০২৪
দীর্ঘদিন মনে কষ্ট থাকলেও আজ ‘স্থগিত’ শব্দটার কারনে আরো হতাশ লেগেছে। আমি মেধা তালিকায় 30 এর মধ্যে ছিলাম বলে প্রত্যেকটা নিয়োগেই সুপারিশ পেয়েছি। দলাদলি ও শিক্ষা ব্যবস্থার ধংসাত্মক পরিনতি উপলদ্ধি করে তিনটি কলেজ ছেড়েছি। আজ মনে হচ্ছে সিদ্ধান্তটা ভালো ছিল। সকল শিক্ষক ভাইদের জন্য সমবেদনা সেই সাথে দৈনিক শিক্ষার উন্নতি কামনা করছি।
Reajul islam, ০৬ মে, ২০২৪
সকল ইনডেক্সধারী শিক্ষকদের মনের দাবি হচ্ছে শর্তহীনভাবে বদলি। কিছু কর্মকর্তা রয়েছে তাদের কারণে বেসরকারি শিক্ষকদের বদলি হচ্ছে না। একটি প্রতিষ্ঠানে একই শিক্ষক, একই প্রতিষ্ঠান প্রধান, একই কমিটির, একই সভাপতি, একই ব্যাংক, একই পাঠদান ইত্যাদি এক ও অভিন্ন হলে বদলি হয়ে একই নিয়মে। ২০১৯ সাল থেকে শিক্ষকদের বদলির কথা শুনি।
মহঃ আবু কায়েশ, ০৬ মে, ২০২৪
১২৫০০// টাকা দিয়ে বাসা ভাড়া দিবে নাকি দু'বেলা একমুঠো ভাত খাবে নাকি বাবা মা ভাই বোনের জন্য কিছু পাঠাবে? এজন্য মেধাবিরা শিক্ষকতা পেশায় আসছে না। আসলেও ভালো চাকরি পেয়ে চলে যাচ্ছে। বর্তমান কারিকুলাম ফলপ্রসু করতে হলে অবশ্যই ভালো মানের শিক্ষকের প্রয়োজন। ১২৫০০/ টাকায় ভালো মানের শিক্ষক তো দুরের কথা, একটা গাধাও আসবে না। শিক্ষার ১২ টা বেজে গেছে।
Reajul islam, ০৫ মে, ২০২৪
আর কেউ বদলি পাবেন আর কেউ বদলি পাবেন না এটা হতে পারে না। একই শিক্ষা প্রতিষ্ঠান , একই শিক্ষক, একই পাঠদান, প্রতিষ্ঠান একই কমিটি, একই এমপিও সীট, একই ব্যাংক, একই প্রতিষ্ঠান প্রধান, ইতালি একই হলে শিক্ষকদের বদলি ভিন্নতা কেন । তাই শিক্ষকদের হাফ বদলি দেখতে চাই না।
Tabiatkowser, ০৫ মে, ২০২৪
একযোগে সকল শিক্ষকদের অধিকার আদায়ের জন্য সম্মিলিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারলে আশা করা যায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘ দিনের জমিয়ে থাকা মনের বাসনা পূরণ হবে।