মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৭ মে, ২০২৪
আর কত ধরনের তেলবাজি করবে এরা?
Reajul islam, ০৭ মে, ২০২৪
মাননীয় ডিজি মহদয়ের ও প্রতিষ্ঠান কমিটির সদস্যদের মাধ্যমে যে সব শিক্ষক নিয়োগ পেয়েছেন সেই সব শিক্ষকদের বদলি দিতে বাধা প্রদান করা হচ্ছে। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই শিক্ষক, একই প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠান প্রধান, একই কমিটির সদস্যদের দ্বারা মাসিক বেতন উত্তোলন, একই ব্যাংক, একই পাঠদান সবাই এক ও অভিন্ন হলে বদলি ও হবে একই নিয়মে। NTRCA এর মাধ্যমে বদলি হলে সকল ইনডেক্স ধারী শিক্ষকরা বদলি করা হোক। অনেক কষ্টে আছি ইনডেক্স ধারী শিক্ষকরা কবে বদলি করা হবে।বদলি চালু করা হলে কিভাবে সকল শিক্ষক শহরের প্রতিষ্ঠানে আসবেন। প্রতিষ্ঠানের শূন্য থাকলে তবেই আসতে পারবে। ঐ প্রতিষ্ঠানের শূন্য না থাকলে কিভাবে আসবেন। শিক্ষকদের হাফ বদলি দেখতে চায় না শিক্ষকরা। বাংলাদেশ কেবলমাত্র শিক্ষকদের বদলি দিতে আইনি জটিলতা দেখা দেয়। অন্য আইন সহজেই পার হয়ে যায়। তাই সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি করা হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। শিক্ষকদের শর্তহীনভাবে শিক্ষকদের বদলির সুযোগ করে দেওয়া হোক।