মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৯ মে, ২০২৪
তারপরও কি বলা যাবে যে স্কুল বেসরকারি স্কুল ও কলেজে যারা চাকরি করে তাদের মেধা যোগ্যতা কম? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে দেখা যায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এগিয়ে থাকেন। তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতা নেই কেন প্রশ্ন উঠে? আমলারা কেন তাদেরকে অধিকারের বেলায় ঠকায়? যাদের অবদানে আজ আমলারা নিজের চেয়ারে অধিষ্ঠিত হয়েছে তারাই আজ নিজ শিক্ষাগুরুর সাথে বেইমানি করে। এসব অমানুষদের কাছে শুভ বুদ্ধির উদয় কখন হবে তা আল্লাহই ভালো জানেন।