মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মহঃ আবু কায়েশ, ১৪ মে, ২০২৪
শিক্ষকতা পেশায় মেধাবীরা আর আসবে না। কারন ১২৫০০ টাকা দিয়ে বাড়ি ভাড়া দিবে নাকি সংসার চালাবে নাকি বাবা, মা, ভাই, বোনের জন্য কিছু টাকা পাঠাবে? যাতায়াত, চিকিৎসা খরচ তো আছেই। একজন ভ্যানচালক ভ্যান চালিয়ে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করে। একজন চা দোকানদার মাস ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করেন। একজন বিরিয়ানি বিক্রেতা প্রতিদিন২৫০০- ৩০০০ টাকা, মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম করেন। আর একজন বিএসসি এমএসসি পাস করা শিক্ষকের বেতন মাসে ১২৫০০ টাকা। বাসা ভাড়া দিতে গেলে সংসারের ৩ দিনও চলে না। জেনে শুনে এখন আর কেউই এই পেশায় আসতে চাইবে না। আসবে কিছু গরু, গাধা। এই গরু গাধা দিয়ে কোনোদিনও নতুন কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব না।
MD. SAHEDUZZAMAN SARKER, ১৪ মে, ২০২৪
৯ম নিবন্ধনের নিবন্ধিত হওয়া সত্ত্বেও, সনদের মেয়াদ জনিত কারনে আবেদন করার সুযোগ হলোনা এবার । অথচ এবার উপরের তথ্য মতে এবার চাকরি হবার সুযোগ থাকতো। আমার মতে নির্বাহী বিভাগের উচিত ১-১৫ ব্যাচের যাদের বয়স ৩৫ আছে তাদের আবেদনের সুযোগ দিয়ে শুন্য পদ পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানাচ্ছি।
Md. Rafiqul Alam, ১৪ মে, ২০২৪
৫ বছর পর এই পেশায় কোন লোকই আস‌বে না।
আহসান হাবিব, ১৪ মে, ২০২৪
বদলি গণবিজ্ঞপ্তির জন্য বিনীত নিবেদন জানাচ্ছি।