মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ সোলায়মান হোসাইন, ২৮ মে, ২০২৪
শিক্ষকরা যদি বুঝতেই না পারে যে, এটা বেসরকারি গরীব শিক্ষকদের পেটে লাথি মেরে সামান্য কয়টা পেনশনের টাকা গ্রাস করার একটা নতুন ধান্দা চক্রান্ত, তাহলে তারা কিসের শিক্ষকতা করে।
Partha Sarathi Ray, ২৬ মে, ২০২৪
ডিজি সাহেব নিজে আগে এই পেনশন তহবিলে যুক্ত হউক। তার পরে শিক্ষকদের এটা ভাবা যাবে। ফাজলামোর একটা সীমা থাকা উচিত। এটা কোনো এক ডিসির অযৌক্তিক এজেন্ডা বাস্তবায়নের জোর প্রচেষ্টা। এমপিও শিক্ষকদের উপর এটা চাপানো হলে তার বারুদে পরিনত হয়ে সরকারকেই পুড়ে ছাঁই করে দেবে।
M. SOHEL RANA, ২২ মে, ২০২৪
সরকারি বেসরকারি বলে কথা নাই,,,, নাটকী কথাবার্তা বলতে বলতেই মরবে। নুন আনতে পান্তা ফুরাই আবার পেনশন!!! বদলিটাও বাতিল করল।
ফজলুর রহমান, ২২ মে, ২০২৪
বেসরকারি শিক্ষকদের এই স্কিমে যোগদান করতে বাধ্য করা হলে শিক্ষকদের কষ্ট অনেক বেড়ে যাবে। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে টিকে থাকা কঠিন। যদি বাধ্যতামূলকভাবে টাকা কেটে রাখা হয় তাহলে শিক্ষকরা চরম বিপর্যয়ে পড়বে।
ফজলুর রহমান, ২২ মে, ২০২৪
ডিজি স্যারকে অনুরোধ করি, ক্ষমতা থাকলে সকল সরকারি-বেসরকারি শিক্ষকদের স্কিমে যোগদানের ব্যবস্থা করেন। কিন্তু আপনি এটা পারবেন না। সরকারি শিক্ষকরা আপনার কথা শুনবেনা। বেসরকারিদের আপনি বাধ্য করতে পারবেন কারন তারা অসহায়।
Muhammad Imdadul Islam, ২২ মে, ২০২৪
যার অভাব আছে সে-ই অভাবীর অভাব বোঝে। যাদের নুন আনতে পান্থা ফুরায় তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখায়ে লাভ আছে কী?
MD. ABDUS ZAHER, ২২ মে, ২০২৪
এই পেনশনের চেয়ে ডিপিএস অনেক অনেক ভালো। ডিজি সাহেবের মুখে মধু অন্তরে বিষ! নতুবা তিনি এমপিও শিক্ষকদের বোনাস, মেডিকেল, ও বাড়ীভাড়া সন্তোষজনক করলেন না কেন? তিনি বৈষম্যের প্রতিবাদ স্বরুপ এমপিও শিক্ষকদের অনুরুপ বেতন ভাতা গ্রহন করা শুরু করুন। তাহলেই শিক্ষক সমাজ বুঝবে উনি সত্য কথা বলেছেন। মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করা যায়না।
Md.Rakibul Islam, ২২ মে, ২০২৪
বাহ্ খুব চমৎকার বলেছেন আমাদের ডিজি সাহেব। শিক্ষকদের মধ‍্যে কোনো বিভাজন নেই। শুধু মাত্র পাহাড় সমান বৈষম্যের শিকার করে রেখেছেন শিক্ষকদের মাঝে। কোনো দিন মহোদয়কে 10% কর্তন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এসব বিষয়ে কথা বলতে দেখিনি ওনাকে। আর দেখবোই বা কেমন করে উনিতো সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মাঝে কোনো এতো কিছুর কোনো বৈষম্য আজ পযর্ন্ত দেখেনি।
Partha Sarathi Ray, ২২ মে, ২০২৪
এই পেনশনের চেয়ে ডিপিএস অনেক অনেক ভালো। ডিজি সাহেবের মুখে মধু অন্তরে বিষ! নতুবা তিনি এমপিও শিক্ষকদের বোনাস, মেডিকেল, ও বাড়ীভাড়া সন্তোষজনক করলেন না কেন? তিনি বৈষম্যের প্রতিবাদ স্বরুপ এমপিও শিক্ষকদের অনুরুপ বেতন ভাতা গ্রহন করা শুরু করুন। তাহলেই শিক্ষক সমাজ বুঝবে উনি সত্য কথা বলেছেন। মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করা যায়না।
DELOWAR HOSSAIN, ২২ মে, ২০২৪
১২৫০০ টাকার বেতন থেকে ১০% কেটে রেখে আবার সার্বজনীন পেনশন করলে শিক্ষকদের উপবাস থাকতে হবে।এই পেশা থেকে থেকে শিক্ষকসহ সচেতন নাগরিকরা মুখ ফিরিয়ে নিয়েছে।
Md.Bahar Ullah, ২২ মে, ২০২৪
শিক্ষকদের কোন জাত নেই, তাদের মধ্যে বিভাজন থাকা উচিত নয়। তাহলে সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আকাশ পাতাল ব্যবধান কেন?
Kamal Uddin, ২১ মে, ২০২৪
ডিজি মহোদয়ের সাথে কথা বলার সুযোগ থাকলে জিজ্ঞেস করতাম পেনশনের জন্য প্রদানকৃত কিস্তির টাকাটা আসবে কোথা থেকে। আমরা বর্তমানেই খেয়ে-পরে বেঁচে থাকতে চাই। ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। আমার মতে পেনশন স্কীমে যুক্ত করার আগে শিক্ষকদের ১০% কর্তনের বিষয়টি সুরাহ করা প্রয়োজন। এ সামান্য কয়েকটি টাকা থেকে এতদিক সামলাতে গেলে খাব কী?
Masud Bin Amin, ২১ মে, ২০২৪
স্যারের কথা শুনে অত্যন্ত অনুপ্রানিত হলাম। শুধু জানতে চাই স্যার নিশ্চয়ই সকল সরকারি শিক্ষকদের সাথে নিয়ে সার্বজনীন পেনশন স্কিমে যোগ দিয়েছেন? দিলে কবে দিয়েছেন আর না দিলে কবে দেবেন? আসেন আমরা সব শিক্ষকেরা মানে সরকারি আর বেসরকারি সবাই মিলে একটা দিন ঠিক করে একসাথে এই পেনশন স্কিমে যোগ দেন।