মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

অসীম কুমার দাস , প্রভাষক, চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজ, পত্নীতলা, নওগাঁ ।, ২৫ মে, ২০২৪
সর্বপ্রথম ১০ শতাংশ কর্তন বন্ধ করুন তারপর সার্বজনীন পেনশন স্কীমের কথা চিন্তা করুন। আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, আমরা যে বেতন, ভাতা পাই তাতে আমরা সমাজের সবচেয়ে অবহেলিত অবস্থায় জীবনযাপন করছি। একটা কথা মনে রাখবেন শুধুমাত্র সম্মান দিয়ে পেট চলে না। সত্যিই যদি আপনারা শিক্ষাবান্ধব হয়ে থাকেন তাহলে শিক্ষকদের বেতন ভাতা যুগোপযোগী করুন ।
Md Abu Dawd, ২৪ মে, ২০২৪
ভাই আমি 32000/= বেতন পাই। চট্টগ্রাম শহর এ তিন সন্তান, মা -বাবা ও স্ত্রী নিয়ে থাকি। বাসাভাড়া 16000/= চলে যায়। অবশিষ্ট টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। আর যারা 12500/= বেতন পায় তারা কীভাবে চলে?
সৈয়দ মোজাম্মেল হক, ২৪ মে, ২০২৪
১০%এর সাথে সমন্বয় করলে সবাই উপকৃত হতো।
সৈয়দ মোজাম্মেল হক, ২৪ মে, ২০২৪
যেহেতু সার্বজনীন। সুতরাং সেবার অন্তর্ভুক্ত হওয়ার কথা। কিন্তু এমন কিছু শিক্ষক-কর্মচারী আছে যাদের বেতন অতি নগন্য। যা দিয়ে সন্তানদের পড়ালেখার খরচ চালানোর পর নিজ সংসারের খরচ চালানো সম্ভব হয়না। শুরু হয় অগ্রিম চেক বিক্রি, ধারদেনা এমনকি ব্যাংক লোনে প্রবেশ করতে বাধ্য হয়। গুনতে হয় সুদ পরিশোধের টাকা। সুতরাং অতিরিক্ত টাকা সার্বজনীন পেনশনের জন্য আদায় না করে শিক্ষকদের যে ১০% টাকা কর্তন করা হয় তা হিসাব করে সার্বজনীন পেনশনে জমা করলে হয়তো সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ ।
Md. Habiburrahman Khan, ২৪ মে, ২০২৪
আমার প্রথম এমপিওভুক্তি ০১/০৭/১৯৯৪ চিকনা গেল আদর্শ উচ্চ বিদ্যালয় জৈন্তাপুর সিলেট। মোঃ হাবিবুর রহমান খান সহকারী প্রধান শিক্ষক কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ফেঞ্চুগঞ্জ সিলেট।
Md. Habiburrahman Khan, ২৪ মে, ২০২৪
বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে কর্মরত বিপ্লব হাওলাদার আমাকে ২৪ বছরে কল্যাণ বাবত ৫২৬২৭৭ টাকা দিয়াছে । আমার লাস্ট বেসিক ২৯৩০০ টাকা ( আগস্ট ২০২২) । অথচ আমার স্কুলের অফিস সহকারী উত্তম কুমার চৌধুরী যার লাস্ট বেসিক ১১২০০ টাকা, তাকে ২১ বছরের জন্য ৩৬৮০০০ টাকা দিয়াছে। এই বৈষম্য এবং স্বজন প্রীতির জন্য আমি আমৃত্যু লড়ে যাবো ইনশাল্লাহ! মোঃ হাবিবুর রহমান খান সহকারী প্রধান শিক্ষক কাসিম আলী সরকারি (সরকারি কৃত) মডেল উচ্চ বিদ্যালয় ফেঞ্চুগঞ্জ সিলেট। 01714 528037
bupul mandal, ২৪ মে, ২০২৪
শিক্ষক সমাজকে দাবিয়ে দিয়ে নির্লজ্জ কুকুরের মত তৈরি করার একটা চেষ্টা চলছে!! একটি শিক্ষক চাকরি জীবনের শেষের কিছুই পাবে না লিখে রাখতে পারেন!!
ফজলুর রহমান, ২৩ মে, ২০২৪
এটা অন্যায়। শিক্ষকদের এমনিতেই বেতন কম। শিক্ষকদের কষ্ট বেড়ে যাবে।
মোঃ সোলায়মান হোসাইন, ২৩ মে, ২০২৪
বুঝেছি পেনশনের বাঁকি টাকাটা শিক্ষকদের মৃত্যুর পর হাওয়া করার পাঁয়তারা।
idris ahmed, ২৩ মে, ২০২৪
সরকারের এই সিদ্ধান্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছেন। তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন। এগুলোর বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে না কিন্তু পক্ষান্তরে মরার উপর খারাজ ঘা হয়ে আইনে রুপান্ত করা হচ্চে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য মূল বেতনের 10% কর্তৃন করার পরেও সর্বজনীন পেনশনের আওতায় আনার উপর আলোচনা। বিভিন্ন অঞ্চলেও শিক্ষা অফিসার সহ উদ্ধতন কর্তৃপক্ষ এই পেনশনের জন্য বার বার তাগাদা প্রদান করাসহ বার বার নোটিশ প্রদান করছে।
Md. Shahabul Islam, ২৩ মে, ২০২৪
মরার উপরে খাঁড়ার ঘা! ১২৫০০টাকা বেতনের আবার সার্বজনীন পেনশনের চাঁদা! শিক্ষকদের আর্থিক, সামাজিকভাবে হেয় করে এখন তাদের শিক্ষকতা থেকে বের করে দেবার কাজ চলমান!আপসোস! নিজেকে শিক্ষক হিসাবে কল্পনা করতেও ঘৃনা লাগে!!পরিবার পরিজন,বাবা মা কাউকেই সন্তুষ্ট করা যায় না!!!
Sadhan Kumar Biswas, ২৩ মে, ২০২৪
Very good