ভিত্তি মজবুত না করে উচ্চ শিক্ষায় কখনও ভালো কিছু সম্ভব নয়!! আগে মাধ্যমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। এজন্য যথেষ্ট বরাদ্দ দিতে হবে। শিক্ষকদের জীবন মানের উন্নতি না করলে যা অসম্ভব। তারা তাদের পরিবার চালানোর চিন্তা করবে, নাকি পাঠ পরিচালনায় মনোযোগী হবে!! আসলে গোড়ায় গলদ!যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে।মেধাবীরা এই পেশায় কেন আসতে চাচ্ছে না তা খুঁজে বের করতে হবে!!!!