মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ জাহিদুল ইসলাম, ২৯ মে, ২০২৪
এইচ এস সি ভর্তির পেমেন্ট করতে গিয়ে একই রোল নম্বরে 2 বার টাকা কেটে নিছে, এখন এই টাকা কি ফিরৎ পাওয়া সম্ভব, পেমেন্ট আইডি : TD54XY3QS5V BES6PTYUU8 আরও একটা কেটে নিয়ে দেখাচ্ছে : টাকা পেমেন্ট হয় নাই : তার আইডি BET4R89HEY এভাবে করলে কি ভর্তি সম্পর্কিত কাজ করা বন্ধ করে দিব,
রায়হান, ২৯ মে, ২০২৪
আমি একটি আবেদন করতে সাইন আপ করে আবেদন ফি প্রদান করি। আমার বিকাশ থেকে টাকাও কেটে নিয়েছে। কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখায় ফেইল্ড। এই অবস্থায় আবেদন করা যাচ্ছেনা। এখন কি করবো।
রায়হান, ২৯ মে, ২০২৪
পেমেন্ট করেছি গত কলকে টাকা কেটে নিয়েছে কিন্তু প্রফাইলে গেলে পেমেন্ট স্ট্যাস ফেল দেখাছে এটার করোনিও কি
A F M SAEED, ২৯ মে, ২০২৪
আজ ৪ দিন ধরেই তো সমস্যা; দৈনিক শিক্ষাকে বলছি বুয়েটের এই দুর্বলতা নিয়ে রিপোর্ট করুন
সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন, ২৯ মে, ২০২৪
আমি একটি আবেদন করতে সাইন আপ করে আবেদন ফি প্রদান করি। আমার বিকাশ থেকে টাকাও কেটে নিয়েছে। কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখায় ফেইল্ড। এই অবস্থায় আবেদন করা যাচ্ছেনা।
Abu Toraf, ২৮ মে, ২০২৪
প্রতিবছরের মতো এবারও এই কাজের ঠিকাদার বুয়েটের সিএসই বিভাগ এই তথ্যটি সঠিক নয়। এর আগে এই কাজ বুয়েটের আইআইসিটি বিভাগ করিয়াছিল