মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মুহাম্মদ আলাউদ্দিন ছাবের, ০১ জুন, ২০২৪
আমলাদের কারণে বরাদ্দের অনেক টাকা তস্রুপ হয়ে যাবে।
Md Ibrahim Pathan, ০১ জুন, ২০২৪
নতুন বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কি বরাদ্দ আছে জানাবেন কি?
Md. Shahabul Islam, ০১ জুন, ২০২৪
শিক্ষকদের জীবন মানের উন্নতি না করলে বরাদ্দ বাড়িয়ে কোনো ফায়দা হবেনা। প্রশিক্ষণ দরকার কিন্তু প্রশিক্ষণের নামে কর্মকর্তাদের পকেট ভারী হলে তা কোনো কাজেই আসবেনা। তাই শিক্ষকদের জীবন মানের উন্নতি করেন দেখবেন কারিকুলাম বাস্তবায়ন করতে কোনো বেগই পেতে হবেনা।।
রুবেল মজুমদার, ০১ জুন, ২০২৪
কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা জন্য।
MD AZHARUL ISLAM MONDAL, ০১ জুন, ২০২৪
শিক্ষা খাতে বাজেট বরাদ্দ যাহাই থাকুক না কেন, বাজেটের বেশীর ভাগ টাকা খরচ হয় খাই-দাই প্রজেক্টে । যেমন-শিক্ষকদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ । উদাহরণ স্বরুপ- সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের কম্পিউটার ট্রেনিং । এক একজন শিক্ষক (সবাই নন) প্রশিক্ষণের টাকার লোভে একাধিকবার প্রশিক্ষন করেছেন বটে কিন্তু ৯৫% শিক্ষক কম্পিউটার চালা তো দূরের কথা কম্পিউটার ওপেন করতে পারে না । আর এদিকে সরকার ভাবতেছে গোটা শিক্ষক সমাজ কম্পিউটারে বিশেষজ্ঞ হয়েছেন । তাই শিক্ষামন্ত্রীসহ সরকারকে ভাবতে হবে শিক্ষা খাতের বাজেটের টাকা শিক্ষকদের কর্মমূখী তথা শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্ম দক্ষতা উন্নয়নের লক্ষ্যে খরচ হয়, এমন প্রত্যাশা করছি ।