মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

wasim, ০২ জুন, ২০২৪
মোবাইল নম্বর ভুল হলে তা সংশোধনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। না হলে আমার মতো অনেকেই আবেদন করতে পারবে না।
দেলোয়ার হোসেন, ০২ জুন, ২০২৪
আমি গত 3 বছর ধরে এরকম আবেদন করে আসছি কিন্তু এবছর ওয়েবসাইট পরিবর্তন হওয়ায় নানান ধরণের সমস্যা দেখা দিচ্ছে। তাই আবেদন ও কম হচ্ছে, আসলে সমস্যার কারণে শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না। অনেকের একাউন্ট খোল হয়েছে কিন্তু মোবাইল পিন যাইনি বিধায় লগইন করে আবেদন সম্পন্ন করতে পারছে না। তাছাড়া কম্পিউটার দোকানদারের উপর বড় ধরণের ক্ষতি আসতেছে, অনেক আবেদনে পিন পুনরুদ্ধার হচ্ছে না, মোবাইল নাম্বার ভুল বলতেছে।
মিলন প্রিন্টার্স, মোঃ মোস্তাকুর রহমান (মিলন), মীরগঞ্জ হাট কেন্দ্রীয় জামে মসজিদ, দোকান নং-১২, মীরগঞ্জ হাট, জলঢাকা, নীলফামারী।, ০২ জুন, ২০২৪
আমি প্রায় ১০ (দশ) বছর ধরে অনলাইনের ভর্তি ও অন্যান্য ব্যবসা করে আসছি। যখন থেকে অনলাইনের মাধ্যমে এইচ.এস.সি ভর্তি শুরু হয় ঠিক তখনিআজ অবদি শিক্ষার্থী ও অভিভাবকেরা এ রকম বিড়ম্বার স্বীকার হয়ে আসছে। এটা নতুন কিছু নয়। তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে আবেদন করার সময় যদি শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর সিস্টেম (স্মার্ট) পদ্ধতি বা ফরম পূরণ করা হয় তাহলে এই ধরনের ঘটনা কখনই ঘটবে না-ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান ও আমলার কারণে আমার মনে হয় এটি করতে পারছে না কর্তৃপক্ষ। কিন্তু আপনারা হয়তোবা অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর এর ব্যবস্থা আছে। এখনতো শিক্ষার্থীর সেলফি পর্যন্ত নেওয়া হয়। সেখানে এধরনের কোন নজির নাই যে এক জনের আবেদন অন্য জন্য বা প্রতিষ্ঠান করে ফেলেছে। বিষয়টি অতীব জরুরী। একমাত্র আপনারাই কর্তৃপক্ষের সাথে এবিষয়ে আলোচনা-পর্যালোচনা করতে পারেন। উক্ত বিষয়টি উচ্চ মহলে জানালে সকল শিক্ষার্থী ও অভিভাবক আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো-আমিন।