মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ১২ জুন, ২০২৪
যে সরকারের আমলে বেসরকারি সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি ও শতভাগ উৎসব ভাতা পাবেন সেই সরকারকে সমর্থন ও ধন্যবাদ জানাবেন ।
Reajul islam, ১২ জুন, ২০২৪
যে সরকারের আমলে বেসরকারি সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি ও শতভাগ উৎসব ভাতা পাবেন সেই সরকারকে সমর্থন ও ধন্যবাদ জানাবেন ।
Md.Rafiqul islam, ০৭ জুন, ২০২৪
মাননীয় মন্ত্রী মহোদয়,স্মার্ট বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি-(GPS)বিশ্বজনীন অবস্থান নির্ণায়ক ব্যবস্থা এর মাধ্যমে খুব সহজেই বদলির ব্যবস্থা করতে পারেন।শিক্ষকদের স্থায়ী ঠিকানা ধরে তাদের সবচেয়ে কাছের প্রতিষ্ঠানে বদলির ব্যবস্থা করতে পারেন।ডিজিটাল যুগে এনালগ চিন্তা-ভাবনা ফলপ্রসু হবে না।দেশের আইটি সেক্টরকে দ্রুত কাজে লাগান,সেই সাথে শিক্ষকদের বাঁচান।
মোঃ রায়হান ইসলাম (সহকারী শিক্ষক আইসিটি), ০৬ জুন, ২০২৪
এমপিও শিক্ষকদের নিয়োগ সরকার দেয়না তাই তাদের বদলি চ্যালেন্জিং।যেহেতু সরকার নিয়োগ দেয়না তাহলে সরকার কেন তাদের বেতন ভাতা দিচ্ছেে ।এমপিও শিক্ষকদের বেতন দেওয়া বন্ধ করুক সরকার।
Md Aktar Ali, ০৬ জুন, ২০২৪
সরকার নিয়োগ দেয় নাই।আর সেই জন্যই বেশিকরা সুযোগ সুবিধা থেকে বন্চিত।তাহলে সরকার কী দেশের মানুষের মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত রেখে দেশ চালাচ্ছে।তাহলে বেসরকারি উদ্যোগে আমরা দেশের শিক্ষা ব্যাবস্থা চালু রেখেছি।এধরনের ধ্যান ধারণা পোষণকারি আমাদের মহান সংসদে থাকলে শিক্ষার উন্নয়ন কিভাবে সম্ভব ।
অদ্বৈত কুমার বিশ্বাস, ০৫ জুন, ২০২৪
মাননীয় মন্ত্রীমহোদয়, বদলী প্রয়োজন নায়, যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে তো মাস শেষ হয় না, অন্তত মাস শেষ হওয়ার ব্যবস্থা করুন,,আপনার প্রতিশ্রুতি মতো,,,,,
Md. Mehei Masud, ০৫ জুন, ২০২৪
ভাষা নাই কিছু বলার,,,
মহঃ আবু কায়েশ, ০৫ জুন, ২০২৪
NTRCA কতৃক নিয়োগ প্রাপ্ত ১০০ কিংবা ২০০ কিলো দুরে থেকে ৬/৭ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে ১২৫০০ টাকা বেতনে চাকরি করে কি সম্ভব ৩১২৫ টাকা ঈদ বোনাস দিয়ে ঈদের মার্কেট করা কি সম্ভব???
শেখ মোঃ মিলন আলী, ০৫ জুন, ২০২৪
ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ এর সুযোগ বন্ধ করে বদলি নামক মিথ্যে আশ্বাসের কি প্রয়োজন ছিল? বদলি না দিলে পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ এর সুযোগ দিন। এতে দুরদূরান্তে নিয়োগ পাওয়া স্যার রা নিজ উপজেলায় ফিরতে পারবেন।
Parkshit Dev Sharma, ০৫ জুন, ২০২৪
কেন ক্ষমতা দেখিয়ে ছুটি বাতিল করা হয় ? বদলি যদি না-ই দিবেন কেনো এতো মিটিং সিটিং নীতিমালা করলেন ? আদালত তো বদলির পক্ষে রায় দিয়েছে সেটা মানছেন না কেনো ?
Parkshit Dev Sharma, ০৫ জুন, ২০২৪
আমরা যদি সরকারি নিয়োগ কৃত না হই তাহলে কেনো আমাদেরকে সরকারি নির্দেশ মানতে বাধ্য করা হয়।
সৈয়দ মোজাম্মেল হক, ০৫ জুন, ২০২৪
সরকার যদি শিক্ষকদের বদলি দিতে না পারেন তাহলে পূর্বে ইনডেক্স ধারী শিক্ষকগণ কিভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করতো। সরকার কিভাবে এটা বন্ধ করতে পারে। অতীতে ও ইনডেক্স ধারী শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারত। এখন পারবেনা কেন। শিক্ষার জড়িত সকল উর্ধতন কর্মকর্তাগণ কি মেধা শূন্য হয়ে পড়ছে। একজন অতি অল্প বেতনের শিক্ষকের পাশে থেকে উপকার করলে ক্ষতি কি?
Parkshit Dev Sharma, ০৫ জুন, ২০২৪
তারা বেসরকারি শিক্ষকদের আবেগ নিয়ে তামাসা শুরু করেছে!
সৈয়দ মোজাম্মেল হক, ০৫ জুন, ২০২৪
সরকার যদি শিক্ষকদের বদলি দিতে না পারেন তাহলে পূর্বে ইনডেক্স ধারী শিক্ষকগণ কিভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করতো। সরকার কিভাবে এটা বন্ধ করতে পারে। অতীতে ও ইনডেক্স ধারী শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারত। এখন পারবেনা কেন। শিক্ষার জড়িত সকল উর্ধতন কর্মকর্তাগণ কি মেধা শূন্য হয়ে পড়ছে। একজন অতি অল্প বেতনের শিক্ষকের পাশে থেকে উপকার করলে ক্ষতি কি?
সৈয়দ মোজাম্মেল হক, ০৫ জুন, ২০২৪
সরকার যদি শিক্ষকদের বদলি দিতে না পারেন তাহলে পূর্বে ইনডেক্স ধারী শিক্ষকগণ কিভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করতো। সরকার কিভাবে এটা বন্ধ করতে পারে। অতীতে ও ইনডেক্স ধারী শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারত। এখন পারবেনা কেন। শিক্ষার জড়িত সকল উর্ধতন কর্মকর্তাগণ কি মেধা শূন্য হয়ে পড়ছে। একজন অতি অল্প বেতনের শিক্ষকের পাশে থেকে উপকার করলে ক্ষতি কি?
মোঃআবু সায়েম, ০৫ জুন, ২০২৪
সরকার নিয়োগ দেয় নাই।আর সেই জন্যই বেশিকরা সুযোগ সুবিধা থেকে বন্চিত।ধন্যবাদ স্যার।
Md Rashedul Islam, ০৫ জুন, ২০২৪
কি অদ্ভুত বক্তব্য!
Md Rashedul Islam, ০৫ জুন, ২০২৪
কি অদ্ভুত বক্তব্য!
Reajul islam, ০৫ জুন, ২০২৪
সকল চাকরিজীবীর বদলি আছে কিন্তু শিক্ষকদের বদলি নাই। যদি দেশের উন্নয়নে কথা বলেন তাহলে শিক্ষকদের বদলি দিতে হবে।দেশ স্মার্ট হলে শিক্ষকদের বদলি হতে হবে। বদলি শিক্ষকদের অধিকার। সকলের ঠিকই বদলি আছে কিন্তু শিক্ষকদের বদলি নাই।
ABDUL ZOLIL, ০৫ জুন, ২০২৪
যদি সরকার শিক্ষকদের বদলি না দিতে পারেন তাহলে সরকার কিভাবে ইনডেক্স ধারী শিক্ষকদের পুনরায় চাকুরির আবেদনের সুযোগ বন্ধ করে দেন। এটা সরকারের কোন ধরনের ক্ষমতা।