মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Gulam Rabbani, ১১ জুন, ২০২৪
মাদ্রাসা অধিদপ্তরের ইদ বোনাসের কোন খবর নাই
MD.MAYEEN UDDIN, ১০ জুন, ২০২৪
এটা উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।
Mohammad ullah siddiqui, ০৭ জুন, ২০২৪
যদি বাস্তবে রূপদান করতে পারেন তাহলে প্রসংশার দাবীদার হবেন।
Reajul islam, ০৭ জুন, ২০২৪
এদেশ উন্নয়নের এগিয়ে যাচ্ছে কিন্তু শিক্ষকদের বদলি ও শতভাগ উৎসব ভাতা বেসরকারি শিক্ষকদের অনেক পিছিয়ে দিয়েছেন। ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি ছাড়া শিক্ষার মান অনেক পিছিয়ে যাচ্ছে। ফল ছাড়া বৃক্ষ যেমন শিক্ষকদের বদলি ছাড়া চাকরি তেমন।
Md. Zahirul Islam, ০৭ জুন, ২০২৪
চমৎকার সিদ্ধান্ত।
Tabiatkowser, ০৭ জুন, ২০২৪
এটা সব আমলাদের ভাওতাবাজি।
Monjurul karim, ০৭ জুন, ২০২৪
Good dicition
মোঃ আব্দুল ওয়াহাব শেখ, ০৭ জুন, ২০২৪
এ ধরনের উদ্যোগ ভাল।বাস্তবায়ন চাই
MD. ABDUS ZAHER, ০৭ জুন, ২০২৪
ভাওতাবাজী বাদ দেন।
Mohammad Harunur Rashid, ০৭ জুন, ২০২৪
মাদ্রাসা থেকে স্কুলে আসা কিছু সহকারী প্রধান ও জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক ৪/৫ মাসধরে এমপিও ট্রান্সফার আবেদন করতে পারছিনা। মাদ্রাসা অধিদপ্তরে যোগাযোগ করার পর তারা জানিয়েছেন, জুনের ১ তারিখ থেকে করতে পাবর কিন্তু আজ ৭ তারিখেও করতে পারছিনা। আমরা চট্টগ্রামে এরকম ৫ জন শিক্ষক মাদ্রাসা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, চট্টগ্রাম জেলা উপজেলায় দৌড়াতে দৌঁড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। যেহেতু মাদ্রাসা অধিদপ্তর হতে ইনডেক্স ডিলিট করা হয়েছে, সেখানে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা দৈনিক শিক্ষা কতৃপক্ষের কাছে এবিষয়ে প্রতিবেদন প্রচার করার অনুরোধ করছি। মোবাইল ০১৮১৮৪৬৬৮২০
Mohammad Harunur Rashid, ০৭ জুন, ২০২৪
আমরা মাদ্রাসা থেকে স্কুলে আসা কিছু সহকারী প্রধান ও জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক ৪/৫ মাসধরে এমপিও ট্রান্সফার আবেদন করতে পারছিনা। মাদ্রাসা অধিদপ্তরে যোগাযোগ করার পর তারা জানিয়েছেন, জুনের ১ তারিখ থেকে করতে পাবর কিন্তু আজ ৭ তারিখেও করতে পারছিনা। আমরা চট্টগ্রামে এরকম ৫ জন শিক্ষক মাদ্রাসা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, চট্টগ্রাম জেলা উপজেলায় দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। যেহেতু মাদ্রাসা অধিদপ্তর হতে ইনডেক্স ডিলিট করা হয়েছে, সেখানে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা দৈনিক শিক্ষা কতৃপক্ষের কাছে এবিষয়ে প্রতিবেদন প্রচার করার অনুরোধ করছি। মোবাইল ০১৮১৮৪৬৬৮২০
Sikder Humayun Kabir, ০৭ জুন, ২০২৪
কবে নাগাদ বাস্তবায়ন হবে? ইএফটি কথাটি শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম।
Sajia Afroz, ০৭ জুন, ২০২৪
এটা অনেক পুরানো গান
MD. BIKLAS MOLLAH, ০৭ জুন, ২০২৪
ভাই এই বিষয়ে তো বাজেটে কিছুই বলতে শুনলাম না , এমপিও শব্দ ও তো বলতে শুনিনি , এটা যদি সত্যি বলতো, ইউটিউব এ ভিডিও থাকতো ,
Biplob Sarker, ০৭ জুন, ২০২৪
এটাতো আরো ৪/৫ বছর আগে থেকেই চলমান রয়েছে, তাই না?
মোহা: মজিবুর রহমান, ০৭ জুন, ২০২৪
ইএফটিএন মাধ্যমে বেতন পেলে বেতন বাড়বে ?
Reajul islam, ০৭ জুন, ২০২৪
ইএফটি এর মাধ্যমে বেসরকারি শিক্ষকদের মাসিক বেতন ভাতা দেয়ার কথা ছিল ২০১৯ সাল থেকে। কিন্তু আজও শিক্ষকরা ইএফটি মুখ দেখেনি। শিক্ষকদের বদলি কথা ও ইএফটি এই দুটি বিষয় বাস্তবায়ন করা হলে সরকারের কোন অর্থ দরকার নেই তবু দিচ্ছেন না।
Masum, ০৬ জুন, ২০২৪
ই এফ টি কি জানতে চাই