মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৩ জুন, ২০২৪
কথায় আছে -"নাই মামার চেয়ে কানা মামাই ভালো "। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বলতে গেলে থেকে 20% এর মত সরাসরি আইসিটি শিক্ষক নেই। শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটির মত বিষয়টি জোড়া তালি দিয়ে পড়ানো সম্ভব নয়। পূর্বে বিষয়টি ছিল আইসিটি আর বর্তমানে হয়েছে ডিজিটাল প্রযুক্তি। আইসিটি/ডিজিটাল প্রযুক্তির মতো বিষয়টি যেখানে আইসিটি শিক্ষকরা বুঝতে হিমশিম খাচ্ছে, সেখানে অন্যান্য বিষয়ের শিক্ষকরা এই বিষয়টি কিভাবে বুঝবে তার ব্যাপারে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। উল্লেখ্য শিক্ষার ক্ষেত্রে যারা গুরু দায়িত্বে রয়েছে তারা বুঝছে না কিংবা না বুঝার মত ভান করে রয়েছে। তাই অন্ততপক্ষে ছয় মাসের সার্টিফিকেট হলেও আইসিটি শিক্ষক যারা আছে তাদেরকে প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। কারণ এ বিষয়ে যারা সার্টিফিকেট গ্রহণ করেছে তাদের তুলনায় অন্যান্য বিষয়ের শিক্ষকরা অনেক পিছিয়ে আছে।