আপনি এমপিও ভুক্ত শিক্ষক/কর্মচারী মানেই সরকারী চাকুরিজীবি নহে; এগুলোকে সরকার নিয়োগ দেয় না। বেসরকারী শিক্ষক/কর্মচারী চাকুরী চলাকালীন আপনাকে বিভিন্ন পেশায় যুক্ত থাকতে হবে। বাবুগিরি করলে অবসরকালীন পরবর্তী সময়ে দ্বারে দ্বারে বেওয়ারীশ ভাবে ঘুরতে হবে। চিকিৎসার টাকা কোথায় পাবেন। অবসর কল্যানের টাকা পাওয়ার কথা মরার পরে; এমনই চিত্র অধিকাংশ বেসরকারী শিক্ষক কর্মচারীদের ভাগ্য। হায়রে চাকুরী; বেসরকারী চাকুরী; জাতীগড়ার কারিগর। শিক্ষক আমরা;
MD, ১৩ জুন, ২০২৪
এটা কখনই কাম্য নয়। এমন খবর এক জন শিক্ষকের শুধু নয় তালাশ করলে আরো অনেক এমন পাওয়া যাবে।