মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোছাঃ মহফিলা বেগম, ২৫ জুন, ২০২৪
আর কি সুযোগ পাব?
মোছাঃ মহফিলা বেগম, ২৫ জুন, ২০২৪
আবেদনের তারিখ কি বাড়ানো হবে? আবেদন করতে পারিনি।আবেদন করতে চাই।
মোহাম্মদ মিজানুর রহমান, ২৪ জুন, ২০২৪
ট্রেনিং করতে চাই, কিন্তু কিভাবে করব
MD.MAHABUBUR RAHMAN., ২৩ জুন, ২০২৪
অন লাইনে পরীক্ষা দেয়ার জন্য যে পেইজ দিয়েছেন সেখানে কোন ইমেইল অথবা ফোন নম্বর দেয়ার অবশন নেই। সেলেক্ট করলে কিভাবে বুঝা যাবে। আশা করি জবাব পাব। ১) ইমেইল; [email protected] ২) ফোন নম্বর; ০১৭২৩৩৫৮০৭২
মোঃ মঞ্জুর মোর্শেদ, ২২ জুন, ২০২৪
এখানে সব শিক্ষক অংশ নিতে পারবেন না। কারণ অনেক বিষয় এর আওতায় নেই। এটা দুঃখজনক।
মোছা : কিসমত আরা, ২২ জুন, ২০২৪
অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, আশা করছি এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে যা ক্লাস পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে।
Md.Akbar Hosen, ২১ জুন, ২০২৪
খুবই সময়োপযোগী উদ্যোগ। আশা করি এ জাতীয় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ ধরে রাখা সহজ হবে।