মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

idris ahmed, ২৭ জুন, ২০২৪
শিক্ষকদের এমন ধরনের কর্মবিরতি দেখে মনে হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এমন কর্মকান্ডে জড়িত হচ্ছে সরকারের আদেশ অমান্য করে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এগুলো দেখে মনে হয় সেই প্রতিষ্ঠানে যারা আন্দোলন করছে তাদের ওয়ারেশদের বিশেষ ফাঁকিবাজি কোটায় চাকুরি দেওয়া হয়। না হলে এমটা করার কথা না; কারন সেই শিক্ষক কর্মচারীগণতো আগেরগদবাঁধা নিয়োমে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবে। এটা আমার মাথায় আসেনা কি কারনে এমন আন্দোলন তারা মনে মনে কল্পনার জগতে ধরে নিয়েছে তাদের হস্তক্ষেপে তারাই হবে। এটা আমার ব্যক্তিগত ভাবনা।