মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

BASUDEV KUMAR PAUL, ০৩ জুলাই, ২০২৪
দূরবর্তী জেলায় কর্মরত এমপিওভূক্ত শিক্ষকগণের নিজ জেলায় বদলী একান্ত প্রয়োজন । পরিবার পরিজন রেখে তাদের পাঠদানে মনোনিবেশ করা খুবই কঠিন ।
Tabiatkowser, ০২ জুলাই, ২০২৪
শিক্ষক বান্ধব পরিচালক স্যারের কথা শুনে মনটা আনন্দে ভরে গেল। তবে শিক্ষকদের অধিকার আদায় হলে মনটা আরো বেশি আনন্দিত হব।
Manik Kumer Sarkar, ০২ জুলাই, ২০২৪
স্যার, অভিনন্দন জানাই আপনার পদক্ষেপ। আমার স্ত্রী চট্টগ্রাম,জেলার একটি স্কুলের এমপিও শিক্ষিকা।আমার বাড়ি থেকে ৪৬০ কি: মি চাকরি করে দূরে। ছোট একটা বাচ্চা নিয়ে কাজ করছে। আমরা দুই জনেই হতাশায় জীবন যাপন করছি। ৩ য় তৃতীয় গণ বিজ্ঞপ্তি ২০২২ইং যোগদান করে। তখন ৭ংধারা চালু ছিল। দয়া করে যে কোনো একটা ব্যবস্থা করে বদলি করতে মর্জি হন।বিনীত মানিক কুমার।
Reajul islam, ০২ জুলাই, ২০২৪
স্যার আপনাকে স্বাগতম জানাই। এমপিওভুক্ত শিক্ষকদের বিএড সনদ নিয়ে সরকারি ও বেসরকারি নিয়ে মামলা হয়েছে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আদালতে মামলা চলে কিন্তু পরবর্তীতে হাইকোর্টে বিএড স্কেল পক্ষে রায় দেয় । এমপিওভুক্ত হয় ২০১৪ সালে। পরবর্তীতে বিএড স্কেল কার্যকারিতা হয়। বিএড স্কেল ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই স্কেল বন্ধ ছিল। তাই ২০১৪ সাল থেকে বিএড স্কেল কার্যকারিতা করা হোক।
Reajul islam, ০২ জুলাই, ২০২৪
স্যার আপনাকে স্বাগতম জানাই। এমপিওভুক্ত শিক্ষকদের বিএড সনদ নিয়ে সরকারি ও বেসরকারি নিয়ে মামলা হয়েছে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আদালতে মামলা চলে কিন্তু পরবর্তীতে হাইকোর্টে বিএড স্কেল পক্ষে রায় দেয়। এমপিওভুক্ত হয় ২০১৪ সালে। পরবর্তীতে বিএড স্কেল কার্যকারিতা হয়। বিএড স্কেল ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই স্কেল বন্ধ ছিল। তাই ২০১৪ সাল থেকে বিএড স্কেল কার্যকারিতা করা হোক।
Hosain, ০২ জুলাই, ২০২৪
Thank
MD, ০২ জুলাই, ২০২৪
সুটকেসে তালা মেরে দরজা খোলা রাখে কোনো লাভ নেই স্যার।
MD, ০২ জুলাই, ২০২৪
সুটকেসে