মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD MURSHED Alam, ২৯ আগস্ট , ২০২৪
মাদ্রাসা সাধারণ শিক্ষকদের অষ্টম গ্রেডের প্রজ্ঞাপন দ্রুত চাই।
md abdur rashid, ১৩ জুলাই, ২০২৪
স্কুলে যারা চাকুরি করেন তাঁরা মৌলবী শিক্ষকসহ সকলেই ৮ম গ্রেড স্কেল পেয়েছেন কিন্তু আমরা কি অপরাধ করলাম মাদরাসায় চাকরি করে ? আশা করি এ মাসের মধ্যেই মাদরাসার সহকারী শিক্ষক এবং সহকারী মৌলবীদের ৮ম গ্রেড স্কেল দেওয়া হোক। এব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাননীয় শিক্ষা মুন্ত্রীর দৃষ্টি আকর্ষন করিতেছি।
মো: শফিউল্লাহ, ১২ জুলাই, ২০২৪
স্কুল কলেজ মাদরাসা একই নিয়মে একই কারিকুলাম সিলেবাসা একই , সে ক্ষেত্রে বেতন প্রদান করতে এত অনিয়ম কেন স্কুলের আগে মদরাসায় এত পরে কেন?? তাও ১৫ তারিখের পর? । এ কথা বলব কাকে?
kamrulhasan, ১১ জুলাই, ২০২৪
মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে এত দেরি করে কেন।স্কুলের বেলায় দেরি হয় না।এতে কি ধরে নিতে পারি মাদ্রাসার শিক্ষকরা অবহেলিত।
Nazam Uddin, ১১ জুলাই, ২০২৪
আজ ১১ই জুলাই২০২৪ ইং যারা অনুদানের চেক বন্টন করেছেন তাঁরা কিন্তু নিজেদের বেতন ১লা জুলাই তারিখেই পাশ করে (ইএফটিতে) তুলে নিয়েছেন। নূন্যতম কান্ডজ্ঞান যদি থাকত তাহলে ১১দিন পর চেক ছাড় করতেন না।