দেশ তো মেধাবীতে ভরে গেছে তাহলে এমন অবস্থা কেনো? এডিসি সাহেব যে সকল প্রশ্নের উত্তর পেতে ব্যর্থ হয়েছেন যা তাঁকে আহত করছে, ব্যথিত করেছ।এমন মেধাবীরা আজ দেশে মেধাবী মেধাবী জিকির তুলে নৈরাজ্য সৃষ্টি করে বহু মানুষের পাণ ও গরীবের টাকায় তৈরি রাষ্ট্রীয় সম্পদ ধংস করলেন। হায়রে মেধাবী!!!
মোঃ মোতালেব হোসেন, ২৬ জুলাই, ২০২৪
গলদটা আসলে টাকায়। শোনা যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা থেকে নিয়োগ পাওয়া পর্যন্ত প্রায় আট লাখ থেকে দশ লাখ টাকা লাগে। যদি এটা সত্যি হয় তবে টাকার জোরে মেধাবীদের পরিবর্তে মেধাহীনরাই তো চাকুরী পাবে।