দেশে এখন শেখ হাসিনা ও তার দলের লোকদের অস্তিত্ব নেই বললেই চলে কিন্তু এর পরও কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলন নামের ধ্বংসের তাণ্ডব সৃষ্টিকারীরা এখনো কেন ভয়ে শঙ্কিত আছে?
Tabiatkowser, ১৪ আগস্ট , ২০২৪
বঙ্গবন্ধুর ছবি মুরাল নিয়ে যারা বেইমানি করেছে তারা মূলত দেশের সাথে বেঈমানি করেছে। কারণ আমরা এখনো সভ্য জাতি হতে পারিনি, মূলত আমরা নিমকহারামের জাতি। আন্দোলনকারীরা বঙ্গবন্ধুর ছবি ও মুর্যালকে কলঙ্কিত করার কারনে বিশ্বের দরবারের নিকট আমরা নিজের গায়ে কলঙ্ক লেপন করেছি মাত্র। এখন বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে কিংবা বঙ্গবন্ধু নিয়ে লম্বা লম্বা লেকচার দিয়ে লাভ কি? আন্দোলনকারীরা বঙ্গবন্ধুর ছবি মুরাল ও 32 নম্বর ধানমন্ডি মধ্যে তাণ্ডব চালাতে পারে ঠিক কিন্তু এরা বাংলার ১৮ কোটি মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম কখনো মুছতে পারবে না। কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধ। তবে এ কথা মনে রাখা দরকার। যারা একজন বাংলার মহান নেতা তথা বাংলার স্বাধীনতার স্থপতিকে অসম্মানিত করল তাদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে নিঃসন্দেহে।