মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মো:আবুল কাশেম, ১৮ আগস্ট , ২০২৪
বর্তমান কারিকুলাম ৯০% অভিভাবক ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছেনা।ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে বসতে হলে এই শিক্ষাক্রম বাতিল করার অনুরোধ করছি।
মোঃ নুরুজ্জামান খন্দকার, ১৮ আগস্ট , ২০২৪
"কারিকুলাম পরিমার্জন করে পুর্বের কারিকুলামে ফিরে যাওয়া হবে" কথাটির ব্যাখ্যা দরকার।
Md. Abdul Malak, ১৮ আগস্ট , ২০২৪
আপনি কি উপদেষ্টা? নাকি অন্যকিছু ? এটা তো এনজিও না? শিক্ষাক্রম। পৃথিবী কি ১৯৯৯ সালে থেমে আছে! এখন ২০২৪ সাল শিক্ষা ব্যবস্থা সংস্কার করে পূর্বেকার শিক্ষাক্রমে ফেরত যাবেন কেনো? আপনাদের ছেলে মেয়েদের বিদেশে পড়িয়েছেন, দেশের নামি দামি "ও" লেভেল, "এ" লেভেল এ পড়িয়েছেন, এখন পূর্বের শিক্ষাক্রমে ফেরত যাবেন মানে কি? কেনো যাবেন সবাই আবার ক্ষুদ্র ঋণ নিয়ে বর্গা চাষী হবে ? আমাদের সন্তানদের আমরা ২৪ বছর আগের কারিকুলামে কেন পড়াবো? আপনি শিক্ষিত মানুষ, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব সময় প্রথম হয়েছেন। যদি কারিকুলাম সংশোধন করতে চান, কন্ট্রাক্টচুয়াল নামি দামি স্কুলের পরিচালকদের নিয়োগ দেন, আমাদের দেশের স্কুল গুলোকে আধুনিক শিক্ষার উপযোগী করুন। আপনার সন্তান কে বিদেশে যে স্কুলে পড়িয়েছেন বা দেশে যে মানের স্কুলে পড়িয়েছেন, আমার সন্তানকে বাংলাদেশে প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত সেই মানের স্কুল উপহার দিল। প্লিজ। একজন ক্ষমতায় বসে শিক্ষা ব্যবস্থা কে জাকাত ফেতরার কাপড় বানিয়েছে, আপনারা সুযোগ পেয়েছেন, দেশকে, দেশের মানুষ কে কিছু উপহার দেওয়ার, যদি দিতে পারেন ভালো কিছু দেন। প্লিজ।
Md,Sajidul Islam, ১৮ আগস্ট , ২০২৪
Honourable Education Advisor,,Be it by your Hand ,Education.Teachers,and Educational Profession, are up to date,reflecting, the options of teachers, students and gurdians.,