মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

[email protected], ০৭ সেপ্টেম্বর, ২০২৪
ধন্যবাদ
Reajul islam, ৩১ আগস্ট , ২০২৪
সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি করা হলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পাবে । বিগত স্বৈরাচার সরকার শিক্ষকদের বদলি নিয়ে অনেক তামাশা করেছে। সকল চাকরিজীবীদের জন্য বদলি রয়েছে শুধুমাত্র শিক্ষকদের বদলি নাই।
Atik Ullah, ২১ আগস্ট , ২০২৪
আলহামদুলিল্লাহ। পঞ্চম ও অষ্টম এ বৃত্তি পরীক্ষা আবশ্যিক।
Atik Ullah, ২১ আগস্ট , ২০২৪
কোনো জাতিকে সামনে এগিয়ে নিতে হলে তাদেরকে বিভিন্ন সময় পুরস্কৃত করতে হয়। যেমন প্রত্যেকটা বিজ্ঞানী তাদের আবিষ্কারের পেছনে একটা লক্ষ্য ছিল সেটা হলো নোবেল পুরষ্কার। ঠিক তেমনি শিক্ষার্থীদের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা থাকলে পড়াশুনার আগ্রহ বাড়বে বলে আমি আশা করি।অপরদিকে শিক্ষায় মানসম্মত অবস্থায় আনতে বৃৃত্ত পরীক্ষা আবশ্যক। এতে করে অভিভাবকরা বেশি লাভবান।
Atik Ullah, ২১ আগস্ট , ২০২৪
কোনো জাতিকে সামনে এগিয়ে নিতে হলে তাদেরকে বিভিন্ন সময় পুরস্কৃত করতে হয়।যেমন প্রত্যেকটা বিজ্ঞানী তাদের আবিষ্কারের পেছনে একটা লক্ষ্য ছিল সেটা হলো নোবেল পুরষ্কার। ঠিক তেমনি শিক্ষার্থীদের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা থাকলে পড়াশুনার আগ্রহ বাড়বে বলে আমি আশা করি।অপরদিকে শিক্ষায় মানসম্মত অবস্থায় আনতে বৃৃত্ত পরীক্ষা আবশ্যক।এতে করে অভিভাবকরা বেশি লাভবান।
আরিয়ানা মৌ, ২১ আগস্ট , ২০২৪
শুকরিয়া। আলহামদুলিল্লাহ। শিক্ষা ধ্বংসের পাঁয়তারা থেকে এ জাতিকে মহান আল্লাহপাক স্বয়ং রক্ষা করেছেন।
Md. Kawser Ahmed Buhyian, ২১ আগস্ট , ২০২৪
চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার ওলামালীগের জেলা সভাপতি,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, নেতার দুই ভাই উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির পদ হতে বাদ দিয়ে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় গত দুই যুগ ধরে। শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সবাই কাঠের পুতুল হয়ে এদের অন্যায় অনিম এর সাথে একাত্ব ঘোষণা করে নিয়োগ বাণিজের টাকা ভাগ করে খায়। এক শিক্ষকের পদত্যাগ পত্র্র সুপার নিজে লিখে, লোকাল কমিটির স্বাক্ষর জাল করে , জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর নিয়ে ডিজিতে এমপিও করার জন্য অন্য শিক্ষকের নাম পাঠায়। - বাকি কথা প্রমাণ সহ নিয়মিত প্রকাশ করবো। ইনশাল্লাহ- দেশবাসীেএকটু অপেক্ষা করুন।
Md.Hidayat Ullah, ২১ আগস্ট , ২০২৪
ভালো সিদ্ধান্ত। ধন্যবাদ