আমার প্রশ্ন হল আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত আছেন আপনারা কি বলতে পারবেন যে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় যারা যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের প্রতিটি বিষয়ে প্রাপ্য নাম্বার প্রদান করা হয়েছে।
আমি যতদূর জানি এবং বুঝি প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় যে সকল শিক্ষকগণ খাতা মূল্যায়ন করে থাকেন, সেখানে একটা নির্দেশনায় থাকে যে প্রাপ্য নাম্বার প্রদান করা হলে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করবে না তাই শিক্ষকগণ খাতা মূল্যায়ন করার সময় নাম্বার হাতে রেখে, নাম্বার প্রদান করেন যেহেতু টেস্ট পরীক্ষার পরেও হাতে অনেক সময় থাকে এবং এবং শিক্ষার্থীরা যেন ভালোভাবে লেখাপড়া করে সেজন্য এ পদ্ধতি অবলম্বন করা হয়।
সুতরাং প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করা হলে শিক্ষার্থীরা সঠিক ফলাফল অর্জনে বঞ্চিত হবে।
সুতরাং একজন শিক্ষার্থী ও যেন কোনভাবে বঞ্চিত না হয় সেদিকে নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অন্যথায় ১৩ থেকে ১৪ লক্ষ শিক্ষার্থীর কপালে বঞ্চিত হওয়ার যে গল্প লিখিত হয়ে থাকবে তা আজীবন বয়ে বেড়াবে।