এই কুচক্রী মহলের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করে শিক্ষকদের বেহাই দিন ! সরকারি ও বেসরকারি শিক্ষকরা মাসে যে টাকা বেতন পায় তা দিয়ে তারা অনেক কষ্টে মানবেতর জীবন যাপন করে ! শিক্ষকের সবচেয়ে বড়ো পরিচয় তিনি মানুষ গড়ার কারিগর ! সরকার যে সম্মানি দেন তাতে কষ্ট হলেও আশাবাদী, কিন্তু এখন শিক্ষার্থীদের ব্যবহার করে কিছু অসাধু কুচক্রী মহল শিক্ষকদের অপমান, অপদস্ত করে পদত্যাগে বাধ্য করছে ! বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে বা আরও হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ! কি জঘন্য ব্যবহার করছে শিক্ষার্থীরা ! এমন অশোভন আচরণ আমরা আশা করি না শিক্ষার্থীদের কাছ থেকে । শিক্ষকদের হাত ধরে টানছে, জামা ধরে টানছে, জোর জবরদস্তি করে পদত্যাগে পত্র সই নিচ্ছে এগুলো কি করছে শিক্ষার্থীরা ? শিক্ষা উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি এই ঘৃণ্যতম কাজ করা থেকে শিক্ষার্থীদের নিবৃত্ত করুন এবং শিক্ষকদের সমাজে একটা সম্মান আছে তা নিয়ে তাদেরকে বাচতে দিন !
Suraiya Akter Akter, ২৬ আগস্ট , ২০২৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ভিডিও ভাইরাল হয়েছে শিক্ষকদের পদত্যাগ্র
তা অত্যন্ত ঘৃণ্যতম জঘন্য অপরাধ ! শিক্ষার্থীরা উন্মাদের মতো আচরণ করছে ! তাদের না আছে নম্রতা, না ভদ্রতা, না শ্রদ্ধাবোধ ! শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে ধরছে, জামা ধরে টানছে, জোর জবরদস্তি করে কলম দিয়ে প)দত্যাগ পত্রে সই নিচ্ছে । এই দেশে শিক্ষক সমাজ সরকারি ও বেসরকারি ভাবে বেতন নামক যে সম্মানি পান তার থেকে লক্ষ- কোটি গুণ বেশি সম্মান পান তারা শুধু শিক্ষক বলে ! হটাৎ, শিক্ষার্থীদের কি হলো ? শিক্ষকদের ওপর এইরকম জোর জবরদস্তি করছে ! এই কোমলপ্রাণ শিক্ষার্থীদের কেউ আবার ব্যবহার করছে নাতো ? শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি যেন শিক্ষার্থীদের হয়রানির হাত থেকে শিক্ষকরা রেহাই পায় !
SHAHEEN ANWER, ২৬ আগস্ট , ২০২৪
এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।শিক্ষাঙ্গনকে এখনই এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত রাখার সুবস্থা করার আহবান জানাচ্ছি।