প্রভাষকদের পদোন্নতির সংস্কার জরুরী। কাজ করব কলেজে আর পদোন্নতির জন্য ডিসির নিকট মাসের পর মাস ফাইল নিয়ে ছুটতে হবে কেন?? কলেজের প্রভাষকদের পদন্নোতি সহজতর করতে হবে।।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ২৯ আগস্ট , ২০২৪
ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এ জন্য মাউশিকে ধন্যবাদ। আমরা মাদ্রাসার সহকারী শিক্ষক। মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার কৃষি , আইসিটি ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ ৮ম গ্রেডে বেতন স্কেল পাচ্ছেন কিন্তু মাদ্রাসার বাংলা, ইংরেজী,গণিত, সামাজিক বিজ্ঞানসহ অন্যান্য সহকারী শিক্ষকগণ আইনী জটিলতার কারনে যা অনেকটা ভুল বুঝাবুঝির কারনে ৮ম গ্রেড থেকে বঞ্চিত। বিষয়টি নিরসনের জন্য মাউশি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখবেন এবং দৈনিক শিক্ষা পত্রিকার সন্মানিত সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি । আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের বিষয়টি আপনার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।