মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

ইন্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান রাজ আহমেদ, ০৫ সেপ্টেম্বর, ২০২৪
মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সাহেবকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই, বাংলাদেশের তরুন প্রজন্মের আইকন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সাহেব,, আপনার কাধে এখন অনেক দায়িত্ব, নতুন প্রজন্মের বাংলাদেশ বিনির্মানে আপনার উপর আস্থা দেশের জনগনের। অন্তর্বর্তীকালীন সরকার কে বলবো, বাহিরে কে কি বল্লো সেদিকে খেয়াল না দিয়ে নিজেদের কাজ করুন,,এবং ভাবুন যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার পরিবেশ তৈরি করুন,,,,। কারন,, নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে অতদিন দেশের অর্থনীতীর চাকা সচল হবেনা,,, দেশ এখন স্থবির হয়ে আছে।
Mahbub, ০৫ সেপ্টেম্বর, ২০২৪
স্যারের সাক্ষাৎকারে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে শেখ হাসিনার প্রতি, সেটা হচ্ছে তিনি যেন ভারতে চুপ থাকেন। যদি তিনি এই পরামর্শটাকে সহজে মেনে নিয়ে চুপ থাকতে পারতেন তাহলে এটা তাঁর নিজের, পরিবারের, নিজ দলের, সবার জন্যই অনেক ভালো হতো। সুতরাং প্রফেসর ইউনুস স্যারের এই পরামর্শটা প্রকারান্তরে শেখ হাসিনার নিজের ও দলের জন্য মংগলজনকই বলা যায়।