মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Kamruzzaman Khandaker, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ভাবতে অবাক লাগে দিপুর প্রেতাত্মা এখনো বসে আছে সিন্ডিকেট ব্যবসা করার জন্য"
Mohammad Hamidul Haque, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সমর্থন করি না।
মোঃ রবিউল ইসলাম; গ্রামঃ ক্ষুদ্র বাঁশবাড়ী; ডাকঘর ও উপজেলাঃ রাণীশংকৈল; জেলাঃ ঠাকুরগাঁও; বিভাগঃ রংপুর; বাংলাদেশ।, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপানো অত্যন্ত নিন্দনীয় কাজ বলে আমি মনে করি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে পাঠ্যবই আমাদের দেশেই ছাপানো হোক।পুরো পরীক্ষা ব্যবস্থা ধবংসের কারিগর অধ্যাপক রবিউল কবীর চৌধুরী ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব পদে প্রেষণে নিয়োগ পাওয়া দীপু মনি পছন্দের শিক্ষা ক্যাডার কর্মকর্তা নাজমা আখতার প্রমুখ ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে আমরা দেশবাসী আর এক মূহুর্তও দেখতে চাইনা। শিক্ষা ব্যবস্থা ধবংসের কারিগরদের অনতিবিলম্বে অপসারন করা হোক। এটা সমগ্র দেশবাসীর প্রাণের দাবী।
মোঃ মহিউদ্দিন (বি.এস.সি), ১৬ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপানো অত্যন্ত নিন্দনীয় কাজ বলে আমি মনে করি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে পাঠ্যবই আমাদের দেশেই ছাপানো হোক।
Mirjafor, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ভারতীয় প্রকাশকদের বই ছাপানোর ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ভারত ছাড়া অন্য কোন দেশ থেকে যদি বই ছাপানো সম্ভব হয় তা হলে তাই করা উচিত। ভারতের উপর থেকে যত বেশী আমাদের নির্ভরতা কমানো যাবে ততো আমাদের মঙ্গল হবে।
S M KAMAL UDDIN ., ১৬ সেপ্টেম্বর, ২০২৪
এস এম কামাল উদ্দিন ।বাগমারা মাধ্যমিক বিদ্যালয় ।সহকারী শিক্ষক। বাগেরহাট সদর। ভারতীয় প্রকাশকদের বই ছাপানোর ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
MD. HAFIZUR RAHMAN, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
না।