মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
ডক্টর ইউনুস কিভাবে আমেরিকার মত দেশে জংগীদের পরিচয় করে দিলেন? এটাতো সারা বিশ্বের জন্য বড় ধরনের লজ্জ্বার বিষয়। ৫ আগষ্টের ঘটনার জন্য ডক্টর ইউনুস জামাত বিএনপি হেফাজত হিজবুত তাহরীতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এসব জংগীদের বিরুদ্ধে মামলা করা হোক।
PALASH ROY, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
পাঠ্য পুস্তক এমন ভাবে প্রনয়ণ করা হোক যেন সেটা বাংলাদেশের সকল মানুষের জন্য এক রকম হয়। এমন কোন মতাদর্শ অন্তর্ভুক্ত না করা হয়, যেন সেটা কোন এক বিশেষ গোষ্ঠীকে ১৫০০/২০০০/৫০০০ বছর পিছনে নিয়ে যায়। তার পরিবর্তে এমন একটা বিষয় আনা হোক যেটা ভবিষ্যৎ প্রজন্মকে ভদ্র, সভ্য,দেশ প্রেমিক প্রজন্ম তৈরীতে সহায়ক হয়।
PALASH ROY, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
পাঠ্য পুস্তক এমন ভাবে প্রনয়ণ করা হোক যেন সেটা বাংলাদেশের সকল মানুষের জন্য এক রকম হয়। এমন কোন মতাদর্শ অন্তর্ভুক্ত না করা হয়, যেন সেটা কোন এক বিশেষ গোষ্ঠীকে ১৫০০/২০০০/৫০০০ বছর পিছনে নিয়ে যায়। তার পরিবর্তে এমন একটা বিষয় আনা হোক যেটা ভবিষ্যৎ প্রজন্মকে ভদ্র, সভ্য,দেশ প্রেমিক প্রজন্ম তৈরীতে সহায়ক হয়।
Mostafa Hossain, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
দেশে তো শিক্ষকের অভাব নেই।তাই বিতর্কিত শিক্ষকদের বাদ দিয়ে এ কমিটি করা উচিত।
শাব্বীর আহমদ শিবলী, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
১০০ % সাপোর্ট করি। ওদের কে বাদ দিতে হবেই। না হলে দেশে আবার আন্দোলন হবে
Khalil Master, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
ইসলামী বিধি বিধানের দেশের পাঠ্যপুস্তক রচিত হ‌ওয়া উচিত ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে। ইসলামী মূল্যবোধ বিরোধী কোন লোক গ্রহণযোগ্য নয়।
Amdadul Haque, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সংশোধন কমিটিতে মাধ্যমিক স্তরের শিক্ষক ও ইসলামিক স্কলারদের ও রাখা উচিৎ।
Amdadul Haque, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
তাদেরকে দ্রুত অপসারনের জোর দাবি জানায়।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিবেদনটির অভিযোগ যদি সত্যি হয়ে থেকে তা হলে এ দাবী আমাদেরও।
মোঃ আজগার আলী, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
IER বা শিক্ষা গবেষণার আরও কিছু শিক্ষক অন্তর্ভুক্ত করা হউক কেননা শিক্ষা নিয়ে আই ই আর এ গবেষণা করা হয়।