প্রধান শিক্ষক ও এখন পাবলিক সার্ভিস কমিশন থেকে নন ক্যাডার থেকে সরাসরি দেওয়া হয় জনাব।
মোঃ আবুল কালাম আজাদ, ০৩ অক্টোবর, ২০২৪
আপনি একজন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক। আপনার যোগ্যতা স্নাতক/ স্নাতকোত্তর। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছি আমাদের যোগ্যতাও কিন্তু স্নাতক /স্নাতকোত্তর। হয়ত সামান্য কিছু শিক্ষক এইচএসসি পাশ/এসএসসি পাশ। তাহলে আপনার গ্রেড যদি দশম হয় আমাদের দশম কেন নয়? আমরা তো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছি। তাহলে আমাদের সাথে কেন এত বৈষম্য একাবার ও কি ভেবে দেখেছেন? আমাদের এখন দশম গ্রেডের আন্দোলন চলছে, ঠিক এই সময়ে এসে কেন আপনি আমাদের পথের বাধা হয়ে দাড়ালেন। পুলিশের এসআই স্নাতক পাশ,নার্স, কৃষি ডিপ্লোমা, ইউনিয়ন পরিষদের সচিব, স্নাতক পাশ তাদের গ্রেড দশম।এমনকি যে কিনা একজন গাড়ির ড্রাইভার ৮ম শ্রেণির পাশ তিনিও ১২ তম গ্রেড এ বেতন পান। অথচ আমরা শিক্ষকরা এমএ পাশ হয়েও ৩য় শ্রেণির কর্মচারী। এ যেন জাতির জন্য এবং শিক্ষকদের জন্য লজ্জার। তাই কোন পোস্ট দেওয়ার আগে একটিবার ভাববেন।