মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nimai Chandra sana, ২৫ অক্টোবর, ২০২৪
তবুও আশা রাখি। আশা যতক্ষণ জীবন ততক্ষণ ।
Nimai Chandra sana, ২৫ অক্টোবর, ২০২৪
পেটে ক্ষুধা থাকলে কথা বলা যায় না। কিন্তু কথা- টা বুঝবে কে,,,,,? মিডিয়ার কল্যাণে জানতে পারি রাজনৈতিক বিবেচনায় অনেক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হয়। অনেক দুর্নীতি হয়। কিন্তু শিক্ষকদের বেলায় পয়সা থাকে না। বড় দুর্ভাগা আমরা। সকলের শুভ বুদ্ধি উদয় হোক। দেশ ও জাতির মঙ্গল কামনা করি।
MD. ALAMGIR KABIR, ০৭ অক্টোবর, ২০২৪
Allah is almighty. So Allah can change of our life. Man can't change it. Party doesn't matter. If you trust of your creator Allah, you must get it at any cost. Principal, Shamaspur Business Management Institute, Dogasi, Sreenagar, Munshiganj.
Anisur Rahman, ০৭ অক্টোবর, ২০২৪
কে দেখাবেন আমাদের আশার আলো?তবুও বুক বেঁধে আছি,আর পরিবারকে বলছি ওই বুঝি পূর্ব আকাশে ভোরের কালো মেঘ ছিঁড়ে আলোয় উদ্ভাসিত সূর্যটা বুঝি উঠলো । আর কতদিন ? এ জীবন কি আশায় আশায় শেষ হবে?
Anisur Rahman, ০৭ অক্টোবর, ২০২৪
কে দেখাবেন আমাদের আশার আলো?তবুও বুক বেঁধে আছি,আর পরিবারকে বলছি ওই বুঝি পূর্ব আকাশে ভোরের কালো মেঘ ছিঁড়ে আলোয় উদ্ভাসিত সূর্যটা বুঝি উঠলো । আর কতদিন ? এ জীবন কি আশায় আশায় শেষ হবে?
Shaikh Sohel Rana, ০৭ অক্টোবর, ২০২৪
যেমন পারিশ্রমিক তেমন ফল, এরচেয়ে বেশি আশা করে বোকার দল। বাজেটের চেয়ে বেশি আশা করা, এটা যেন বোকার স্বর্গে বসবাস করা। অনুদান দিয়ে অপমান, শিক্ষা আজ মৃয়মান।
Asstt. Professor Obydul Haque, ০৭ অক্টোবর, ২০২৪
দীপু মনি ত গবেষণা করতে করতে জীবন শেষ করল !
MAFUJA KHANAM, ০৭ অক্টোবর, ২০২৪
হাসিনার দল,আর ফকরুলের দলের, কথা এবং কাজের ধরন একই।ফখরুলের দল আরো ভয়ংকর। উনাদের দেখানো পথেই হাসিনার ১৫ বছর, শাসনে দেশের মানুষ অতিষ্ঠ।
মোঃ আব্দুল আজিজ বকশী, ০৬ অক্টোবর, ২০২৪
জাতীয়করণ ছাড়া কোনভাবে শিক্ষার মান উন্নয়ন হবে না. আপনারা যতই লেকচার দেন তাতে লাভ নাই। কেননা খালি পেটে কিছু মজা লাগেনা, যারা বড় বড় চেয়ার দখল করে আছে তারা এটা বুঝে না । একমাত্র তারাই বুঝে যারা ক্ষুদার্ত আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলো আছে যখন তারা ক্ষমতায় যায় সব ভুলে যায় তখন শুধু তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্থ থাকে তখন অবহেলিতদের কথা আর মনে থাকে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই একই গোয়ালের গরু।
Md.Hamayat Hossain, ০৬ অক্টোবর, ২০২৪
হাসিনার ভাই মনে হয়।
Md.Hamayat Hossain, ০৬ অক্টোবর, ২০২৪
স্যার আপনি ও আওয়ামি ভাবধারায় কথা, বলেন। আপনার দলে কতো জন যোগ্য ব্যক্তি আছে খবর রাখেন।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০৬ অক্টোবর, ২০২৪
সিক্ষকগণ দলকানা নয় বরং ফখরুলই দলকানা ।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০৬ অক্টোবর, ২০২৪
ফখরুল সাহেব আর হাসিনার মধ্যে পার্থক্য থাকলো না। শিক্ষকরা অনেক আশা নিয়ে বসে ছিল কিন্তু ফখ্রুলের বক্তব্যে শিক্ষক সমাজ হতাশ।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০৬ অক্টোবর, ২০২৪
ফখরুল সাহেব আর হাসিনার মধ্যে পার্থক্য থাকলো না। শিক্ষকরা অনেক আশা নিয়ে বসে ছিল কিন্তু ফখ্রুলের বক্তব্যে শিক্ষক সমাজ হতাশ।
মো:মতিউর রহমান, ০৬ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য যা কিছু কল্যাণকর তার অধিকাংশই করেছে বিএনপি সরকার। আওয়ামী শাসন আমলে অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা,লাঞ্চনা, অপমান-অপদস্থ ছাড়া কিছুই পাইনি।দিন গুনছি আর অপেক্ষা করছি বিএনপি আবার ক্ষমতাসীন হলে জাতীয়করণসহ সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
Mannan, ০৬ অক্টোবর, ২০২৪
ক্ষমতার গন্ধ পেয়ে সুর পাল্টে গেছে।
রহমতুল্লাহ, ০৬ অক্টোবর, ২০২৪
হাসিনা আর ফখরুলের মন্তব্যের মধ্যে কোন পার্থক্য নেই তাহলে ফখরুল কি হাসিনার উত্তরসুরী হিসেবে কাজ করছেন । তিনি কার কাছে লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন ? বর্তমান প্রেক্ষাপটে সেটা পরিবর্তন করা কি সময়ের দাবি নয় ? যদি এটা বুঝতে ভুল করেন তাহলে জনগণ অবশ্যই সিদ্ধান্ত নিবে তারা কি করবে ?
Md. Kazal Islam, ০৬ অক্টোবর, ২০২৪
গ্রামের ভাষায় যেই লাউ সেই কদু বুঝতে পেরেছেন। উনাদের কথা বার্তায় বুঝা যায় যে, বে-সরকারি শিক্ষা ব্যবস্থার পেছনে বিরাট রাজনৈতিক ব্যবসা জড়িত যা জাতীয়করণ করলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। উনি বলেছেন শিক্ষার মান বাড়াতে হবে, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে অধিকতর যোগ্য শিক্ষক নিয়োগ হবে, বেতন বৈষম্যও থাকবে না, তখন এমনিতেই শিক্ষার মান বৃদ্ধি পাবে। উনারা শিক্ষকদের বেতন ১২৫০০/= টাকা, বাড়ি ভাড়া ১০০০/= টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০/= টাকা দিয়ে শিক্ষার মান বৃদ্ধি করতে চান, যেটা হাস্যকর। (আমি শিক্ষক না, একজন জনসাধারণ হিসেবে বলছি)
মোঃ আজগার আলী, ০৬ অক্টোবর, ২০২৪
জাতীয় করন হলে পিএসসি’র পরীক্ষার মাধ্যমে মেধাবীরা শিক্ষকতায় আসবে আর মেধাবীরা আসলে শিক্ষার মান বারতে বাধ্য। জাতীয় করন হলে কমিটি নামক দলীয় প্রহসন থাকবে না।ফলে নৈরাজ্য বা নিয়োগ বানিজ্য হওয়ার সম্ভাবনা থাকবে না। স্যার যেভাবে ভাবছেন ইহা ক্ষমতাশীন দলের মনোভাব নিয়ে কথা বলছেন। আসলে ফখরুল স্যারের মত শিক্ষকের ভাবনা যদি এমন হয় তাহলে আমাদের জীবদ্দশায় জাতীয় করন হবে না। মোদ্দা কথা আমাদের দেশের শিক্ষা ব্যবস্হা নিয়ে কেউ পজেটিভ না।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০৬ অক্টোবর, ২০২৪
তার মানে আপনার ভিতরও হাসিনার ভূত ঢুকেছে। হাসিনার মত জনগণ খুব শীঘ্রই আপনাকে প্রত্যাখান করবে মনে হচ্ছে। হাসিনা দীর্ঘ ১৫ বছর যে কথা বলেছে আপনিও সেই কথাই বললেন। জাতীয়করন ছাড়াই শিক্ষার মান বাড়াতে চাচ্ছেন, যোগ্য শিক্ষক নিয়োগ করতে চাচ্ছেন ? ঠিক আছে, করেন। আজ আপনাকেও প্রত্যাকান করলাম। বিএওনপিতে যোগ্য লোক আসুক, শিক্ষা বান্ধব ব্যক্তি , তারপর দেখা যাবে।
মোঃ সোলায়মান হোসাইন, ০৬ অক্টোবর, ২০২৪
হাসিনা আর ফকরুলের কথার মধ্যে কোনো পার্থক্য বুঝা গেলনা।
Md.Alauddin, ০৬ অক্টোবর, ২০২৪
শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে সবার আগে জাতীয়করণ চাই। জাতীয়করণ ছাড়া যত ফন্দি আাঁটেন কোন লাভ নেই।
Sarowar, ০৬ অক্টোবর, ২০২৪
Onake dia kisu asa kora jai na
Khalil Master, ০৬ অক্টোবর, ২০২৪
জাতীয়করণের মাধ্যমেই কেবল সমস্যা সমাধান হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা প্রজাতন্ত্রের কাজ করছি। জাতিকে শিক্ষিত করছি, এক‌ই পাঠ্যপুস্তক পড়াই, তাহলে আমাদের সাথে বৈষম্য কেন হবে। আর সরকারের আর্থিক সংগতি আছে, তা হলে দিবেন না কেন। এই শিক্ষক সমাজ সরাসরি কোন দলের সাথে রাজনীতিতে যুক্ত নয়। দুএকজন থাকতেই পারে সেটা কোন বড় বিষয় নয়। আসলে বৈষম্য হলো নেতাদের মনে। যাইহোক, এরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।