আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে।সকল সম্প্রদায়ের লোক নিজ নিজ ধর্ম পালন করে কিন্তু কতজন প্রকৃত ধার্মিক হতে পেরেছে? আমার মনে হয় প্রকৃত ধার্মিকের সংখ্যা নিতান্তই নগণ্য। আর তাই যদি না হবে তবে ধর্ম নিয়ে আমাদের দেশে এত হানাহানি কেন? শুধু আমি নই, সবাই জানে যে ব্যক্তি নিজের ধর্ম সুষ্ঠুভাবে পালন করে, নিজের ধর্মের উপর অগাধ বিশ্বাস আছে -সে কখনো অন্যের ধর্মকে অবজ্ঞা করতে পারে না।
Feroz Ahmed, ১২ অক্টোবর, ২০২৪
এমন লোক যদি আগে থেকে দেশ পরিচালনা দায়িত্বে থাকতো তাহলে দেশটাতে আজ এতো দুনীতিবাজ থাকতো না। স্যার,, দোয়া ও ভালোবাসা রইল ...আপনার হাত ধরে এদেশ এগিয়ে যাক।