নারী পুরুষ বৈষম্য করা ঠিক হবে না। পরবর্তীতে আবার আন্দোলনের সম্ভাবনা থাকবে। প্রয়োজন হলে সবার জন্য ৩৭ বছর পর্যন্ত বৃদ্ধি করে দিন।
লায়েক হাসান, ১৪ অক্টোবর, ২০২৪
যে যুক্তি গুলো দিয়েছে। যদি করোনা কালীন সময়ের কথা বলে। তাহলে আমার তো নভেম্বরে বয়স শেষ। তাহলে ঐ যুক্তি কই যুক্তিযুক্ত হইলো। আমার মতে চাকরীতে প্রবেশের বয়স ৪০ ও অবসরকালীন বয়স ৬৫। আর যারা আগে চাকরীতে প্রবেশ করবে। জয়েন এর দিন হতে সর্বোচ্চ ৩০ বছর জব করে অবসরে যেতে হবে বাধ্যতামূলক। তাহলে বেকারত্ব কমে যাবে আশা করা যায়।
Mohammad Enamol Hoque, ১৪ অক্টোবর, ২০২৪
নারী ও পুরুষের বৈষম্য কেন ? দিলে সবাইকে 37 অথবা 35 দেয়া হক তাহলেই সমতা থাকবে না হয় , নারী ও পুরুষের বৈষম্য থেকেই যাবে। এই দেশে বর্তমানে আমি সাধারণ জনগণ হিসেবে এটা চাই না।