মোঃ কামরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, ১৮ অক্টোবর, ২০২৪
১২তমদের নিয়োগ কমিটি দিতে পারে নাই। কারণ শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কমিটির মাধ্যমে নিয়োগ বন্ধ করে দিয়েছিল।
মোঃ কামরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, ১৮ অক্টোবর, ২০২৪
ভাই সাংবাদিকতা করেন, কিছু জেনেশুনে করুন। কুকুরের মত হড্ডির পেছনে পরে থাকবেননা। ১২তমদের নিয়োগ কমিটি দিতে পারে নাই। কারণ শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কমিটির মাধ্যমে নিয়োগ বন্ধ করে দিয়েছিল।
Shitol, ১৭ অক্টোবর, ২০২৪
ছিল।আমার জানা মতে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে সামাজিক বিজ্ঞান বিষয়ে ফার্স্ট চয়েছে ৯০০মেরিটে চাকুরী হয়নি।কিন্তু ঐ পদে ১০০০এর বেশি মেরিটে এমনকি ৩৫০০ মেরিটেও চাকুরী হয়েছে।এনটিআরসিএ বলে প্রার্থী পাওয়া যায়না আর প্রার্থীরা চাকুরী পায়না।১৫০০০-২০০০০মেরিটেও চাকুরী হয়েছে ।তাহলে কিভাবে বলেন মেরিট অনুযায়ী চাকুরী হয়েছে।মেরিটের কথা বলে আদালত অবমাননা করা হয়েছে।বয়স পার হয়েছে কাদের জন্য।আদালতের আদেশে ২২০৭জনের চাকুরী হয়েছে।অবশ্যই বৈষম্য হয়েছে।হাজারো ভাবে বৈষম্য হয়েছে।কমিটির মাধ্যমে যারা চাকুরী পেয়েছে বেশির ভাগ ৪০মার্ক পেয়ে চাকুরী পেয়েছে।